সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংক তাদের ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)।

পদের সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগ থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট ও টেলারসংক্রান্ত কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বয়স: ৩২ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।

Nagad

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে …এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ অক্টোবরের মধ্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, সীমান্ত ব্যাংক দেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধাসামরিক বাহনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।

সারাদিন/০৪ অক্টোবর/এমবি