মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে ট্রলারডুবি, ৩ নারীর লাশ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ওই তিন নারীর লাশ উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলারে থাকা এক রোহিঙ্গা কিশোর গণমাধ্যমকে বলেন, আমরা যে ট্রলারে উঠেছিলাম সেখানে অন্তত ২০০ জনের মতো লোক ছিল। ট্রলারডুবির সাথে সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। ঢেউয়ের আঘাতে কে কোন দিকে গেছে জানি না।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম চলছে।

সারাদিন/০৪ অক্টোবর/এমবি

Nagad