বিদ্যুৎ বিপর্যয় : পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

সংগৃহীত ছবি-

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে দুর্গাপূজা হলেও এবার ফিরছে স্বাভাবিক রূপে। সারাদেশে এবার প্রায় ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। সব জায়গায় নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে প্রশাসন।

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাজধানীর সব পূজা মণ্ডপের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যেসব মণ্ডপে জেনারেটর নেই, সেসব মণ্ডপে সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষণিক টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। তা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানা গেছে। সেজন্য পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সার্বক্ষণিক টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখতে বলা হয়েছে। ডিএমপির প্রত্যেকটি থানা, ডিবি ও ক্রাইম ডিভিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় পূজা মণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে।

হাফিজ আক্তার বলেন, পূজা কমিটিকে অনুরোধ করা হয়েছে জেনারেটরের ব্যবস্থা করতে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে।

Nagad

গোয়েন্দা লালবাগ বিভাগের একজন কর্মকর্তা জানান, পূজার শুরু থেকেই ডিবি পুলিশ কাজ করছে। সতর্কতা ছিল। এ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সেজন্য সতর্কতা ও নজরদারি বাড়ানোর জন্য ডিএমপির থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।