আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

ইরানে হিজাব খুলে প্রতিবাদ জানাল স্কুলের মেয়েরা

ইরানে এবার প্রতিবাদ জানিয়েছে স্কুলশিক্ষার্থীরাও। স্কুলগামী মেয়েরা তাদের হিজাব খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। স্কুলের ভেতরের মাঠে ও কয়েকটি শহরের রাস্তায় স্কুলশিক্ষার্থীদের এভাবে প্রতিবাদ জানানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। বিবিসি এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।ইরানে কঠোর পর্দাবিধি লঙ্ঘন করায় গত মাসে মাসা আমিনি নামের এক নারীকে হেফাজতে নেয় নীতি পুলিশ। পুলিশের হেফাজতে মারা যান মাসা। এ ঘটনার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে।ইরানের রাজধানী তেহরান থেকে পশ্চিমে কারাজ শহরে স্কুলের মেয়েরা এক শিক্ষা কর্মকর্তাকে বের করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গত সোমবার পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্কুলের মেয়েদের চিৎকার করে ধিক্কার জানাতে দেখা গেছে। ওই শিক্ষা কর্মকর্তার দিকে স্কুলের মেয়েদের খালি পানির বোতল ছুড়ে মারতে দেখা যায়। এরপর ওই শিক্ষা কর্মকর্তা স্কুলের গেট দিয়ে বের হয়ে যান। সূত্র: প্রথম আলো

আসন্ন কংগ্রেসে আবার ক্ষমতায় আসার সম্ভাবনা
চীনের সমরশক্তি অনেক বাড়িয়েছেন চিনপিং

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং নিজের শাসনামলে দেশের সামরিক খাতকে অনেক উচ্চতায় তুলেছেন। ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আসন্ন কংগ্রেসের মাধ্যমে চিনপিং আবারও ক্ষমতায় বসলে চীনের সামরিক সক্ষমতা আরো বাড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তাঁরা মনে করছেন, এর মাধ্যমে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সক্ষমতার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিসিপির কংগ্রেসের (সম্মেলন) প্রাক্কালে ধারণা করা হচ্ছে, শি চিনপিং ক্ষমতায় থেকে গেলে আগামী পাঁচ বছর সামরিক খাতে মনোযোগ বহাল রাখবেন। সূত্র: কালের কণ্ঠ

জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপানের ওপর দিয়ে গতকাল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে যাবে বুঝতে পেরে দেশটির সরকার সতর্কতা জারি করে। জাপান সরকার তার হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিছু ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় সময় গতকাল সকাল ৭টা ২৯ মিনিটে জাপান সরকার সতর্কতাটি জারি করে। এ ধরনের সতর্কতা জারির বিষয়টি বিরল। সতর্কতায় বলা হয়, ‘উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে মনে হচ্ছে। আপনারা দয়া করে ভবনের ভিতরে বা ভূগর্ভস্থ নিরাপদ স্থানে অবস্থান নিন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

Nagad

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় বলে মঙ্গলবার নোবেল কমিটি জানায়। পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। বিবিসি ও এএফপি।প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসাবে এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা সোমবার শুরু হয়।নোবেল এই বিশ্বধরা কোন জটিল নিয়মে চলে, মানুষের কর্মকাণ্ড কী করে পৃথিবীর জলবায়ুর ভৌত নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই গবেষণার স্বীকৃতিতে গত বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন সুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান এবং জর্জিও পারিসি। সূত্র: যুগান্তর

উত্তরাখণ্ডে বিয়ের বাস খাদে পড়ে নিহত ২৫

ভারতের উত্তরাখণ্ডে একটি বাস খাদ পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে পাউরি গারওয়াল জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জনকে উদ্ধার করেছে পুলিশ ও উদ্ধারকর্মীরা। খবর হিন্দুস্তান টাইমস।প্রতিবেদনে বলা হয়, ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিল বাসে। তারা ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানের অতিথি। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রাতেই কয়েকজনকে উদ্ধার করা হয়।খাদটি প্রায় ৫০০ মিটার গভীর বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।স্থানীয় পুলিশ সুপার স্বতন্ত্রকুমার সিং বলেন, দুর্ঘটনাস্থলটি জেলা শহর থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত। বিয়ে বাড়ির অতিথিদের নিয়ে লালধ্যাং থেকে বাসটি যাচ্ছিল। প্রাথমিকভাবে গতকাল রাতে একজন নিহতের খবর নিশ্চিত করা হয়। তবে উদ্ধার তৎপরতা জোরদারের পর আরো মৃতের খবর পাওয়া যায়। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাতভর তৎপরতা চালিয়ে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: বণিক বার্তা।

উত্তর কোরিয়া: জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার পাল্টা হুঁশিয়ারি

উত্তর কোরিয়া জাপানের আকাশসীমার ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে আকাশ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানোর মহড়া দিয়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ কমান্ডের প্রধান বলেছেন, এই মহড়ার মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন উত্তর কোরিয়ার দিক থেকে যে কোন হুমকি শক্তভাবে মোকাবেলা করা হবে। উত্তর কোরিয়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিকভাবে এর তীব্র নিন্দা করা হয়েছে। পাঁচ বছর পর এই প্রথম আবার জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া এরকম ক্ষেপণাস্ত্র ছুঁড়লো।জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, উত্তর কোরিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার দেশ পাল্টা হামলা চালানোর সক্ষমতা তৈরি থেকে শুরু করে সবধরনের পথই খোলা রাখছে। সূত্র: বিবিসি বাংলা।

৪৪ বিলিয়ন ডলারে আবারও টুইটার কেনার চুক্তিতে ফিরলেন মাস্ক

৪৪ বিলিয়ন ডলারে আবারও টুইটার কেনার চুক্তিতে ফিরেছেন মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার নির্বাহী প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত আইনী জটিলতা এড়াতেই মন বদলে আবারও পুরনো চুক্তিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার টুইটারকে দেওয়া এক চিঠিতে মাস্ক এই প্রস্তাব দেন বলে জানানো হয় প্রতিবেদনে।
এদিকে, মাস্কের চুক্তিতে ফিরে আসার খবরে টুইটারের শেয়ার দর আবারও বেড়েছে। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ২২ শতাংশ বেড়ে ৫২ ডলারে পৌঁছেছে। সান ফ্রান্সিসকো-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার মাস্কের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত জানানো থেকে বিরত থেকেছে। টুইটার কর্তৃপক্ষ চায়, আগের ঠিক হওয়া দামেই যেনো প্রতিষ্ঠানটি কিনে নেন মাস্ক । সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

খেরসনের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম পুনরুদ্ধার ইউক্রেইনের

দক্ষিণাঞ্চলীয় খেরসনের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেইনীয় সেনারা, রুশ সেনারা পিছু হটার পর দ্রুত সেগুলোর নিয়ন্ত্রণ নেয় তারা। কিইভের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে, তাতে আশপাশের কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের খবরের মধ্যে ৩৫তম মেরিন বিগ্রেডকে দাভাইদিভ ব্রিদ গ্রামে ইউক্রেইনীয় পতাকা তুলতে দেখা গেছে।ইতোমধ্যেই ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চল থেকে রুশ বাহিনীগুলোকে পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেইনীয় সেনারা, এখন দক্ষিণেও তারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। তাদের সর্বশেষ বিপর্যয় এমন এক সময়ে ঘটল যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেইনের চারটি অংশকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ডিক্রিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, যদিও ওই চার অঞ্চলেই যুদ্ধ চলছে। সূত্র: বিডি নিউজ

ইউক্রেনকে আরও ৬২৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) লঞ্চারসহ অতিরিক্ত অস্ত্রের জন্য ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।বুধবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।মঙ্গলবার এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পরে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোকে মুক্ত করতে দেশটির দক্ষিণ এবং পূর্বে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে ভলোদিমির জেলেনস্কি জানান, তার বাহিনী শক্তিশালী। দু’টি যুদ্ধক্ষেত্রে এক ডজন গ্রাম পুনরুদ্ধার করেছে তারা। সূত্র: বাংলানিউজ

 

আফ্রিকায় আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (০৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।আহত শান্তিরক্ষীরা হলেন- মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন। সূত্র: সারাদিন ডট নিউজ