দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন সাকিব

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। খেলেছেন দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু ওই ম্যাচে সাকিব ফিরলেও বাংলাদেশ জয়ের দেখা পায়নি। সিরিজে দুই ম্যাচের দুটিতেই হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের।

মঙ্গলবার (১১ অক্টোবর) পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর ফলে ফাইনালে উঠার সমীকরণও কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তবে একটি জয়ই বদলে দিতে পারে সবকিছু। বিশ্বকাপের আগে বড় দলের বিপক্ষে যে জয়টা ভীষণ দরকার সাকিব আল হাসানদের।

বাংলাদেশ সময় আগামীকাল (১২ অক্টোবর) বুধবার সকাল ৮টায় তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

টানা দুই হারে দলের মনোবল ভালো থাকার কথা না। লড়াইয়ের তেজ পাওয়ার কথা না। কিন্তু অধিনায়ক সাকিব দলকে করেছেন প্রাণবন্ত। প্রত্যেকের সাথে আলাদা কথা বলে, প্রত্যেককে মানসিকভাবে সমর্থন জুগিয়ে চাঙ্গা রাখার চেষ্টায় আছেন সাকিব।

যার প্রমাণ মেলে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের আজকের অনুশীলনের কয়েকটি ছবি। যেখানে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসান দলের খেলোয়াড়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সাকিব কিছু বলছেন, পুরো শিবির মনোযোগ দিয়ে সেটা শুনছে। বোঝাই যাচ্ছে, কোণঠাসা দলটাকে উজ্জীবিত করার চেষ্টা করছেন অধিনায়ক।

এভাবে দলকে আগলে রাখার কাজই তো অধিনায়কের। সাকিব সেই কাজটা করায় জারপরনাই খুশি বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। তিনি বলেন, “দলে আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সবসময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিস্কার পরিকল্পনা আছে তার।”

সারাদিন/১১ অক্টোবর/এমবি

Nagad