বিশ্বে ‘সেরা গন্তব্য শহর’র তালিকায় তৃতীয় পর্তুগাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

সংগৃহীত

বিশ্বজুড়ে প্রবাসীদের নিরাপদ গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জর্জিয়ার তিবিলিসি শহর। আর বিশ্বব্যাপী র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগালের রাজধানী লিসবন।

যুক্তরাষ্ট্রের ভাষা শেখার অ্যাপ এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম প্রিপ্লির ‘গ্লোবাল এক্সপ্যাট ইনডেক্স’ র‌্যাঙ্কিংয়ে এই স্থান দখল করে ট্রাভেলবুকের জরীপে বিশ্বের ‘সেরা গন্তব্য শহর’ নির্বাচিত হয়েছে লিসবন।

সামগ্রিকভাবে ৬.৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাকা লিসবনে উচ্চ জীবনযাত্রার ব্যয় এক হাজার ৩৬৭ ইউরো। গড় ভাড়া ব্যয় ৮৬৫ ইউরো এবং গড় বেতন ৯৫৯ ইউরো। ইন্টারনেটের গতি লিসবনে অনেক, যা কর্মীদের জন্য দুর্দান্ত। নিরাপত্তার পরিপ্রেক্ষিতে লিসবনের সূচক স্কোর ৭০.৮৭। তাই এটি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রবাসীদের জন্য নিরাপদ গন্তব্যগুলির মধ্যে একটি।

ব্লমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের প্রাচীনতম শহরগুলোর মধ্যে লিসবন একটি। বার্ষিক ওয়েব সামিটের মতো ইভেন্টগুলি আয়োজনে এই শহরটিকে বেছে নিচ্ছে আয়োজকরা। ইউরোপের সবচেয়ে দর্শনীয় সৈকতগুলোও লিসবনে অবস্থিত।

সারাদিন/১১ অক্টোবর/এমবি

Nagad