সাভারে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
সাভারের ভাকুর্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ দীন ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।
এর আগে বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে রমজান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটক দীন ইসলাম (৩২) ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ও পলাতক রমজান (৩০) একই এলাকার কালু শাহ এর ছেলে। তারা পরস্পর যোগসাজশে সাভার থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারি ভাকুর্তার ছোলাই মার্কেট এলাকায় মাদক ক্রয়-বিক্রির করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ জব্দ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ বিষয় সাভার মডেল থানাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়াও পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।