আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

কর্ণফুলীতে জাহাজডুবি
জহিরুলের মৃত্যুতে যেন অথই সাগরে পড়লেন স্ত্রী ও তিন সন্তান

স্ত্রী ফেরদৌস বেগম ও তিন সন্তান নিয়ে সুখের সংসার ছিল প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের (৪২)। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্ত্রী-সন্তানকে এনে কর্ণফুলী উপজেলার পুরোনো ব্রিজঘাট এলাকার আনোয়ার সিটি ভবনের একটি ভাড়া বাসায় থাকতেন। বেতন যা পেতেন, তা দিয়ে ভালোই চলছিল সংসার। কিন্তু গত মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় তছনছ হয়ে গেল সবকিছু। জহিরুলের মৃত্যুতে যেন অথই সাগরে পড়লেন তাঁর স্ত্রী ফেরদৌস বেগম। তিন অবুঝ সন্তানকে নিয়ে কী করবেন, তা ভেবে অনেকটা বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন তিনি। সারাক্ষণ কাঁদছেন আর ফেরদৌস বেগম বলছেন, ‘আমার কিছুই রইল না, আমার সব শেষ। তিন অবুঝ সন্তানকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব জানি না।’মঙ্গলবার রাত একটার সময় র‍্যাংকন ওশেনা কোম্পানির এফবি মাগফেরাত নামের একটি মাছ ধরার জাহাজ সি রিসোর্স নামের ডকইয়ার্ডে মেরামতের জন্য উঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেলে প্রকৌশলী জহিরুল ইসলামসহ ছয়জনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ দুজন। সূত্র: প্রথম আলো

ইসি ভোট স্থগিত করবে ভাবেইনি আওয়ামী লীগ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত হতে পারে—এমন চিন্তা মাথায়ই ছিল না ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। দলটির নেতারা ভেবেছিলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেই আর কোনো সমস্যা হবে না। সংঘর্ষ এড়িয়ে কিভাবে ভোটগ্রহণ শেষ করা যায় সে চেষ্টায় পুরো মনোযোগী ছিলেন দলের নেতাকর্মীরা। ভোটে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ছোট করে দেখার ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে মনে করেন তাঁরা।ওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গাইবান্ধার নির্বাচন বিষয়ে গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে এমনটাই জানিয়েছেন।আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানান, এখন স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের মাধ্যমে ইসিকে চাপে রাখা হবে, যেন ভবিষ্যতে নির্বাচন স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে গেলে ইসি আরো বেশি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। সূত্র: কালের কণ্ঠ

ভোট বন্ধের বিকল্প কী ছিল

গাইবান্ধার উপনির্বাচন বন্ধের ঘটনায় দেশজুড়ে বইছে আলোচনার ঝড়। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং পাড়া-মহল্লার চায়ের স্টলেও চলছে একই আলোচনা। নির্বাচন কমিশন (ইসি) কীভাবে এত বড় সিদ্ধান্ত নিল; এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে কিনা- সে প্রশ্নও আলোচিত হচ্ছে বারবার। ইসি-সংশ্নিষ্টরা বলছেন, অনেক বছর ধরে দেশে নির্বাচন মানেই ছিল একতরফা বিজয় আর প্রকাশ্যে জাল-জালিয়াতির ঘটনা। সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও বিরোধী রাজনৈতিক দল আর সাধারণ মানুষের কাছে ইসির বিশ্বাসযোগ্যতা অনেক আগেই তলানিতে পৌঁছে গেছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের সুশীল সমাজ এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসিকে নানা পরামর্শ দিয়ে আসছিল। কিন্তু কেউ কখনও মনে করেনি, ইসি কারও পরামর্শ আমলে নিচ্ছে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে, ইসি এতটা কঠোর সিদ্ধান্ত নিল?যদিও নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ অনেকেই বর্তমান ইসির এ সিদ্ধান্তকে স্বাগত এবং সাধুবাদ জানিয়েছেন; তাঁরা বলছেন, মাঠ প্রশাসন ইসির নিয়ন্ত্রণে ছিল না। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে পাওয়া অভিযোগের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়নি। সর্বশেষ ভোটের দিন সিসিটিভিতে স্বচক্ষে অনিয়ম আর জাল-জালিয়াতি দেখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসি। সূত্র: সমকাল

Nagad

চূড়ান্ত আন্দোলনে বিএনপি

সরকারবিরোধী আন্দোলনে চূড়ান্ত প্রস্তুতির দোরগোড়ায় বিএনপি। বিভাগীয় সমাবেশ শেষেই সরকার পতনের এক দফায় যাবে। এ লক্ষ্যে চূড়ান্ত করা হচ্ছে আন্দোলনের রূপরেখা। দলটি এবার অনেকটাই ১৯৯১ ও ২০০১ সালের বিরোধী দলের কৌশলকে অনুসরণ করছে। ওই সময় বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ যেভাবে আন্দোলন করেছিল বিএনপিও ঠিক একই ছকে এগোচ্ছে। আন্দোলনের দাবি-দাওয়া ও কর্মসূচির অনেক ক্ষেত্রেই রয়েছে মিল। শুধু তাই নয়, দল দুটির নেতাদের বক্তব্যেও রয়েছে সাদৃশ্য।তখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা প্রদান, সংসদ থেকে পদত্যাগ, যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে রাজপথে জোরালো আন্দোলন সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। বিএনপি সরকারের বিরুদ্ধে দুটি আন্দোলনেই বলতে গেলে সফলতা পায় দলটি। শুধু রাজপথের আন্দোলন নয়, শরিকদের নিয়ে একসঙ্গে নির্বাচন এবং পরে সরকারও গঠন করেছিল বর্তমান ক্ষমতাসীনরা। সূত্র: যুগান্তর

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি কক্সবাজারে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন ২০ বছরের বেশি বয়সীরা। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। এটা চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গতকাল ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির বলেন, ঢাকার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কক্সবাজারে সবচেয়ে বেশি ১ হাজার ৩৬৮ জন। হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ৩-৬ দিনের মধ্যে ১৮ জন, ৬-৯ দিনের মধ্যে ছয়জন এবং ৯-৩০ দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছেন ৪০-৫০ বছর বয়সীরা। ডেঙ্গুতে ঢাকার বাইরেই সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। আর এতে নারীদের মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি। আর হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে ডেঙ্গুতে মারা যাচ্ছে আক্রান্তরা। ঢাকার বাইরে জেলার মধ্যে মৃত্যুর সংখ্যা কক্সবাজারে বেশি। রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদফতরের উপস্থাপনায় বলা হয়, ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৫১৭ জন। যা গত বছর ছিল ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ছিল ১৪০৫ জন। তবে সবচেয়ে বেশি ছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। সূত্র: বিডি প্রতিদিন।

নর্থ সাউথের সেই ১০ গাড়ি ১৭ কোটি টাকায় বিক্রি

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিলাসবহুল ১০টি গাড়ি বিক্রি করে দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৭ কোটি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গাড়িগুলো এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এসব গাড়ির ক্রয়মূল্য ছিল ১ কোটি ১০ লাখ থেকে শুরু করে প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো একটি চিঠিতে এসব তথ্য জানিয়েছে এনএসইউ কর্তৃপক্ষ।
বিভিন্ন সময়ে কেনা ১০টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে দিয়ে প্রাপ্ত অর্থ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিতে গত মে মাসে এনএসইউ উপাচার্যকে একটি চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘জানুয়ারি ২০১৯ থেকে জানুয়ারি ২০২২ পর্যন্ত সময়ে কেনা ১০টি বিলাসবহুল গাড়ি খোলা দরপত্রের মাধ্যমে বিক্রি করে বিক্রয়কৃত অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে ব্যয়ের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৪৪ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা প্রদানপূর্বক এ বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ওই চিঠির আলোকে গত ২৬ জুন উন্মুক্ত দরপত্র আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১০টি গাড়ি ১৭ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৭৪৫ টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। গাড়ি বিক্রিসংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনএসইউ কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনে গাড়ির নম্বর ও বিক্রয়মূল্য উল্লেখ করা হয়। সূত্র: বণিক বার্তা।

খানসামা কারা? যাদের কিংবদন্তি, সত্য ও কল্পকাহিনী একাকার হয়ে গেছে!

দক্ষ খানসামাদের হাতে খাবারগুলো হতো পরম উপাদেয়। তাদের ইউরোপীয় খাবারের জ্ঞানের সাথে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তারা তৈরি করত অনেক সুস্বাদু খাবার/ চিত্রকর- থমাস ম্যাকলিন (১৮৪২) -ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম লেখক রাসকিন বন্ড যেন গল্পের ভাণ্ডার। ব্রিটিশ বংশোদ্ভূত এই সাহিত্যিকের লেখা কল্পনাশক্তিতে ভরপুর। তারপরেও সম্ভবত মাহমুদ দ্য খানসামা’র গল্পগুলোকে তা হার মানাতে পারবে না।রাসকিন যে বাড়িতে তার শৈশব কাটিয়েছেন, মাহমুদ ছিলেন সেখানকার পারিবারিক বাবুর্চি। ভারতে ব্রিটিশ শাসনামলের কিংবদন্তি শিকারি জিম কর্বেট-এর মারফতে তিনি বন্ড পরিবারে কাজ করতে আসেন।মাহমুদের পাগলামো স্বভাবের পরিচয় পাওয়া যায় রাস্কিনের লেখা টাইগার ফর ডিনার গল্পে। বন্ডের দাবি, মাহমুদ অনায়াসে লেপার্ড শিকার করতে পারতেন। এছাড়াও মারতে পারতেন কোবরা সাপ। ঠিক যেমন অনায়াসে রাঁধতে পারতেন কোফতা কারি, পাই, হাঁসের মাংসের রোস্ট এবং আরও কত কী! সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ডেঙ্গু: সংক্রমণ পরিস্থিতি আরও দীর্ঘায়িত ও জটিল হতে পারে

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হতে পারে এবং সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মশা বাহিত রোগ ডেঙ্গি বা প্রচলিত ভাষায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যায়।তবে এবারে অক্টোবর মাসের মাঝামাঝি সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী দেখা যাচ্ছে।
সবশেষ দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আট জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬৫ জনের মতো। নতুন ধরণের প্রকোপ-এবার যেসব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের অধিকাংশ ডেন-থ্রি সেরোটাইপ বা ডেঙ্গুর ‘তৃতীয়’ ধরণে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির।কোথাও কোথাও ডেন-ফোরের উপস্থিতও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
মূলত, যারা আগে এক বা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তারা ডেন-থ্রি এবং ডেন-ফোরে আক্রান্ত হচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা।

ডিমে কতটুকু এগোলো বাংলাদেশ?

দেশে প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিমের উৎপাদন গত এক দশকে বেড়ে তিনগুন হয়েছে, কিন্তু মাঝেমধ্যেই কারণে-অকারণে দাম বেড়ে যাওয়ায় সবার জন্য তা আর সহজলভ্য থাকছে না।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয়েছে মোট ২ হাজার ৩৩৫ কোটি; সে হিসাবে বছরে প্রত্যেকের জন্য ডিমের প্রাপ্যতা ছিল ১৩৬টি। আর তার আগের অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয় মোট ২ হাজার ৫৭ কোটি, তাতে জনপ্রতি নাগরিকের ডিমের প্রাপ্যতা দাঁড়ায় ১২১টি।ডিমের প্রাপ্যতা যে বেড়েছে, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। কিন্তু কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাব বলছে, এক হালি ডিমের দাম গতবছরের ৩৫ টাকা থেকে এ বছর ৫০ টাকার কাছাকাছি উঠে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কাছে তা ‘আমিষের সাশ্রয়ী উৎসের’ পরিচয় ধরে রাখতে পারেনি। সূত্র: বিডি নিউজ

বেড়েছে ডিমের দাম, মাছ লাগামহীন

নিত্যপণ্যের বাজারে সব পণ্যের দামই ওঠানামা করছে। তবে লাগামহীনভাবে বাড়ছে মাছের দাম। সবচেয়ে কম দামে এখন বিক্রি হচ্ছে চাপিলা মাছ। এর কেজিও দেড়শ টাকার নিচে নয়। এছাড়া খুচরা পর্যায়ে ডিমের দাম আবারও দেড়শ টাকায় গিয়ে ঠেকেছে। শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বাড্ডা এলাকার একাধিক বাজার ঘুরে দেখা যায়, ছোট সাইজের রুই মাছের কেজি ৩২০ টাকা। যা গত মাসেও বিক্রি হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকায়। মাছ যত বড় হয়, তার দামও তত বাড়তে থাকে। পাবদা মাছ সর্বনিম্ন সাড়ে ৪০০ টাকা থেকে শুরু করে আকার ভেদে ৬০০ টাকা কেজি। বেলে মাছ সাড়ে ৭০০ টাকা কেজি। টেংরা মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। এছাড়া চিংড়ি ৪০০ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টমেটোর দাম ১৪০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, এক হালি কাঁচা কলার দাম ৪০ থেকে ৫০ টাকা, ছোট এক টুকরো মিষ্টি কুমড়োর দামও ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা কেজি, আলু ৩০ টাকা। সূত্র: জাগো নিউজ