আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালেইতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের এই বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। খবর এএফপির। রালেইয়ের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেছেন, জনপ্রিয় পাহাড়ি পর্যটন এলাকা নিউস রিভার গ্রিনওয়ের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রালেই শহরের জন্য এটি একটি বেদনাদায়ক ও বিয়োগান্ত দিন। আজকে (বৃহস্পতিবার) ঠিক বিকেল ৫টার পরপরই কয়েকজনকে গুলি করা হয়।’ মেরি-অ্যান বলেন, রালেই পুলিশ বিভাগ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের একজন ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তা। একটি আবাসিক এলাকায় বন্দুকধারীকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশ বিভাগ থেকে এক টুইটে জানানো হয়, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
শহরের মেয়র আরও জানান, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের ডগ স্কোয়াড টিমের একজন কর্মকর্তা রয়েছেন। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি প্রধান সমস্যা। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেবল ২০২২ সালের এ পর্যন্ত গুলির ঘটনায় ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: প্রথম আলো

চীনই যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ

রাশিয়া নয় বরং চীনই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কৌশলপত্রে বুধবার এ অবস্থান পরিষ্কার করা হয়। এ কৌশলপত্রে আরো বলা হয়, ‘বিপজ্জনক’ রাশিয়াকে মোকাবেলার ক্ষেত্রেও কাজ করবে তারা।যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে জো বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশল উন্মোচন করা হয়।বাইডেনের ক্ষমতার ২১ মাস অতিবাহিত হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশিত হলো। এতে চীনকে ‘মার্কিন ভূরাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ’ হিসেবে দেখানো হয়। কৌশলপত্র উন্মোচনের সময় বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সার্বিক বিষয়ে বলেন, ‘স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগ শেষ এবং ভবিষ্যতে কী ঘটবে, তা নির্ধারণে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ’ সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন সংকট
পরমাণু যুদ্ধ কি আসন্ন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট কয়েক দশক ধরে পরমাণু অস্ত্রের কোড বহনকারী ব্রিফকেস সার্বক্ষণিক সঙ্গে রাখলেও কখনও তা ব্যবহার করেননি। ইউক্রেন যুদ্ধের জেরে এবার কি সভ্যতাবিনাশী এই মারণাস্ত্রের ব্যবহার হতে যাচ্ছে?
রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকির পর এ প্রশ্ন এখন সবার মনে উঁকি দিচ্ছে। এর নিশ্চিত উত্তর জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে প্রচলিত অস্ত্র ব্যবহার করে রাশিয়া রণাঙ্গনে বিপর্যয়ের মুখোমুখি হওয়ায় পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিতে পারে। যেমন কয়েক দিন ধরে ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। অবশ্য পশ্চিমা ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো লক্ষণ তাঁরা দেখছেন না। এখন পর্যন্ত রুশ পরমাণু অস্ত্র স্থানান্তরের কোনো আলামতও তাঁরা পাননি। একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্র: সমকাল

Nagad

নাটের গুরুদের কঠোর শাস্তি
ইরানের বিচার বিভাগের হুঁশিয়ারি

অগ্নিস্ফুলিঙ্গের মতো ক্রমেই ছড়িয়ে পড়ছে ইরানের হিজাববিরেধী বিক্ষোভ। পুলিশি হেফাজতে কুর্দি নারি মাহসা আমিনির (২২) মৃত্যুতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে গোটা দেশে। চার সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নারী ও শিশুসহ এখন পর্যন্ত কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এ ছাড়াও অসংখ্য নারীকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে বিক্ষোভ সৃষ্টিকারী নাটের গুরুদের কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান। বৃহস্পতিবার বিচারকদের বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তি ও প্ররোচরণাকারীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন তিনি। রয়টার্স। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম মোহসেনি ইজেই বলেন, ‘আমি বিচারকদের এই বিক্ষোভে কম দোষী ব্যক্তিদের আলাদা করার সময় মূল হোতাদের প্রতি অপ্রয়োজনীয় সহানুভূতি এড়িয়ে এবং তাদের কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছি।’ এর আগে মোহসেনি ইজেই গ্রেফতারদের মামলা দ্রুত নিষ্পন্ন করার জন্য সারা দেশের আদালতকে নির্দেশ দিয়েছেন। ইরানের কঠোর হিজাবনীতি ভঙ্গের অভিযোগে দেশটির নীতি পুলিশ মাহসা আমিনিকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাহসার মৃত্যু হয়। মাহসার পরিবারের দাবি, মাহসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করেছে। তবে পুলিশ বলছে, এই নারী তাদের হেফাজতে থাকলেও ‘হৃদযন্ত্র বিকল’ হয়ে মারা গেছেন। তার মৃত্যুর পরই ইরানজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে যা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সূত্র: যুগান্তর

ওপেক প্লাসের সিদ্ধান্তে মন্দার শঙ্কা
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

ওপেক প্লাস দেশগুলো গত সপ্তাহে তেলের উৎপাদন কামানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছে। ওপেক প্লাসের নেতৃত্বে আছে সৌদি আরব। ওই সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে সৌদিকে হুমকিও দিয়ে রেখেছে। আর আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। ওপেক প্লাস গত সপ্তাহে তাদের তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা দৈনিক ২০ লাখ ব্যারেল হ্রাস করার সিদ্ধান্ত জানায়। গতকাল আইইএ-র পক্ষ থেকে বলা হয়, ‘অর্থনীতির লাগামহীন অবনমন এবং ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে তেলের দাম বৃদ্ধি বিশ্বজুড়ে তেলের চাহিদা কমিয়ে দিচ্ছে।’ ‘ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপ, সুদের হার বৃদ্ধি এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে এরই মধ্যে মন্দার দ্বারপ্রান্তে থাকা বিশ্ব অর্থনীতির জন্য এ সিদ্ধান্ত অবশ্যম্ভাবী পতন ডেকে আনবে।’ আইইএ-র মাসিক জ্বালানি প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) এবং তাদের মিত্র তেল উৎপাদনকারী দেশগুলো (যার মধ্যে রাশিয়াও অন্তর্ভুক্ত) মিলে ওপেক প্লাস গঠিত। সূত্র: বিডি প্রতিদিন।

ক্রিপ্টোকারেন্সি চুরিতে নতুন রেকর্ড হতে যাচ্ছে!

একের পর এক হ্যাকিংয়ের শিকার ডিজিটাল মুদ্রা ব্যবস্থা ক্রিপ্টোকারেন্সির জন্য বছরটা ইঁদুর কপালেই বলা যায়। গত বছর ৩০০ কোটি ডলার চুরি হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, এভাবে চললে চলতি বছরে চুরির নতুন রেকর্ড হবে এই প্ল্যাটফর্মে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

তবে হ্যাকাররা বলছে, বিকেন্দ্রীয় এ অর্থব্যবস্থায় বড় ধরনের লুটপাটের মুখে পড়েছে ঠিকই, মুদ্রা কেউ বের করে কোথাও নিয়ে যাচ্ছে না। এগুলো কোনো না কোনো ডিজিটাল মেশিনেই সুরক্ষিত হয়ে আছে। ব্লকচেইন বিশেষজ্ঞ চেনালাইসিস বলছে, শুধু অক্টোবরের শুরুর দিকে প্রায় ৭১ কোটি ৮০ লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। ২০২১ সালে প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির তথ্য রেকর্ড হয়েছে, চলতি বছরও সে পথেই হাঁটছে।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কেন্দ্রীয় মধ্যস্থতাকারী ব্যবহার না করে যারা অ্যালগরিদমভিত্তিক সফটওয়্যারের সাহায্যে বিকেন্দ্রীয় অর্থব্যবস্থায় ডিজিটাল লেনদেন করে, তারাই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা এই অর্থব্যবস্থার মার্কেটপ্লেসের নিরাপত্তা, কোডিং ও কাঠামোগত দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম হয়ে উঠেছে। চলতি মাসের ঘটনাটি ব্লকচেইনের যে কাঠামোগত বড় দুর্বলতা রয়েছে তারই প্রমাণ। ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রকদের দ্রুতই সমাধান খুঁজে বের করতে হবে। সূত্র: বণিক বার্তা।

কে এই ‘মিস্টার আর্মাগেডন’—ইউক্রেন যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল সুরভিকিন

এ সপ্তাহজুড়ে রকেট হামলা ও কামানের গোলাবর্ষণ করে ইউক্রেনের ছোট-বড় শহরগুলির কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে রুশ সেনাবাহিনী। সামরিক লক্ষ্যবস্তুর সাথে বেসামরিক নাগরিকের বাসস্থান, বিদ্যুৎকেন্দ্র, শহরের সড়ক অবকাঠামো এমনকী পার্কও এ হামলার শিকার হয়। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, রাশিয়া-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল থেকে মোট ৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এশিয়া টাইমস

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এটাই সবচেয়ে তীব্র আগ্রাসন, যাতে শুধু মঙ্গলবারেই নিহত হয় ১৯ জন।

তবে যুদ্ধক্ষেত্রে ক্ষতির শিকার হয়ে ক্রোধের বহিঃপ্রকাশ নয় এ হামলা। যেমনটা নয় রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়াকে সংযুক্তকারী কের্চ সেতুতে বোমা বিস্ফোরণের প্রতিশোধ। এটি আসলে রুশ সামরিক বাহিনীর চিরায়ত কৌশলকেই জোরালো করে তোলার অংশ। তার ইঙ্গিত মিলেছে মঙ্গলবার রাতে। এসময় একযোগে বিমান হামলার সাইরেন বেজে ওঠে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে। তার আগে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জেনারেল সের্গেই সুরভিকিনকে নিয়োগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বেসামরিক নাগরিকদের ওপর নির্দয় হামলার জন্য আগে থেকেই পরিচিত সুরভিকিন। পশ্চিমা গণমাধ্যমে তাই তাকে ‘জেনারেল আর্মাগেডন’ (বা ‘কেয়ামতের জেনারেল’) বলেও ডাকা হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ সম্পর্কে কতটা জানা যায়?

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ১৫ই অক্টোবর। এই মূহুর্তে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা শাসকদের অন্যতম তিনি।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের বাংলাদেশ সফরে আসছেন সুলতান।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২০ সালে তার এই সফরটি হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি পিছিয়ে এখন হচ্ছে। ১৯৬৭ সালে তার বাবা স্যার হাজি ওমর আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পর ১৯৬৮ সালের অগাস্টে হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের সুলতান হিসেবে রাজমুকুট পরিধান করেন।তিনি একই সাথে ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।এছাড়া তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন, এবং শাসক হিসেবেও শীর্ষ সম্পদশালীদের অন্যতম। সূত্র: বিবিসি বাংলা।

নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক, অচলাবস্থার অবসান

ইরাকের পার্লামেন্ট কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী মনোনীত করেছেন।বৃহস্পতিবারের এ ভোটের মাধ্যমে গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর থেকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। কিন্তু একটি নতুন সরকার গঠনের পথে পার্লামেন্টের এ ভোট খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নির্বাচনের পর থেকে দেশটির রাজনীতিকরা এটিই করতে ব্যর্থ হচ্ছিলেন। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে একটি ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুযায়ী ইরাকের প্রেসিডেন্ট হন একজন কুর্দি, প্রধানমন্ত্রী শিয়া ও পার্লামেন্টের স্পিকার সুন্নি। সূত্র: বিডি নিউজ