এল ক্লাসিকোয় রাতে মুখোমুখি বার্সা-রিয়াল, কে এগিয়ে?

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

সংগৃহীত

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। দু’দলই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বাংলাদেশ সময় রোববার (১৬ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

এই ম্যাচের মধ্য দিয়েই দু’দলের যে কেউ একজনের এগিয়ে যাওয়ার সুযোগ। আট ম্যাচ শেষে সমান ২২ পয়েন্ট করে নিয়ে প্রথম স্থানে রয়েছে বার্সেলোনা। আর দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বার্সা।

তবে এল ক্লাসিকোর পরিসংখ্যানে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে ১০০ ম্যাচে জিতেছে রিয়াল।
অন্যদিকে বার্সা জিতেছে ৯৭ ম্যাচে। মোট এল ক্ল্যাসিকো খেলা হয়েছে ২৪৯টি। তবে লা লিগায় দু’দল মুখোমুখি হয়েছে ১৮৪বার। এর মধ্যে রিয়াল জিতেছে ৭৬টি এবং বার্সার জয় ৭৩ ম্যাচে।

কার্লো আনচেলত্তির অধীনে এই মৌসুমে এখনও পর্যন্ত অপরাজিত রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনা দুইটি ম্যাচ হেরে গেছে। দুটিই হেরেছে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।

সারাদিন/১৬ অক্টোবর/এমবি

Nagad