বাংলাদেশের বিপক্ষে আফগানদের সংগ্রহ ১৬০

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

সংগৃহীত

গতকাল থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচেই এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে নামিবিয়া। বিশ্বকাপের দ্বিতীয় দিনেও এরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড। স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ খেলবে আগামী ২৪ অক্টোবর। তবে এর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমে আফগানিস্তান এবং পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমটিতে আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করে টাইগাররা।

প্রথম ১০ ওভারে আফগানদের রান ছিল মোটে ৬৭। শেষ ১০ ওভারে বেদম মার খেলেন বাংলাদেশি বোলাররা। আফগানিস্তান যোগ করলো আরও ৯৩ রান।

১৭ বলে ১ চার এবং ৫ ছক্কায় ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। সবমিলিয়ে ৭ উইকেটে ১৬০ রানের পুঁজি পেয়েছে আফগানরা। অর্থাৎ বাংলাদেশের জিততে হলে করতে হবে ১৬১।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৬০/৭ (২০ ওভার) (জাদরান ৪৬, নবী ৪১* গুরবাজ ২৭, জাজাই ১৫, তাসকিন ৩/৩০)।

Nagad

বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

সারাদিন/১৭ অক্টোবর/এমবি