আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

খাতা, পেনসিল ও স্কেল
যা কিনবেন, দাম বাড়তি

রাজধানীর নীলক্ষেতে শিক্ষা উপকরণ বিক্রি ও ফটোকপি সেবা দেওয়ার দোকানগুলোর একটি জে আর জে এন্টারপ্রাইজ। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গিয়ে দেখা গেল, দোকানি মো. নূর নবী দিদার ফটোকপি করায় ব্যস্ত। এর মধ্যেই বিদ্যুৎ চলে গেল। তিনি বলে উঠলেন, ‘সকালে একবার বিদ্যুৎ গেছে, এখন আবার গেল!’
বিদ্যুৎ চলে যাওয়ায় নূর নবীর কাজ করার সুযোগ রইল না। এই ফাঁকে তাঁর কাছে জানতে চাওয়া হলো, খাতা-কলমের দাম বেড়েছে কি না। উত্তরে তিনি মূল্যবৃদ্ধির বিস্তর হিসাব তুলে ধরলেন। যেমন সাধারণ মানের ২০০ পৃষ্ঠার একটি খাতার দাম চার মাস আগে ছিল ৪০ টাকা।সেই খাতা এখন বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়। আরেকটি দোকানে গিয়ে জানা গেল, একটি দেশীয় কোম্পানির ১২৪ পৃষ্ঠার একটি খাতার দাম বছরের শুরুতে ছিল ৩২ টাকা। সেই খাতা এখন বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়। মানে হলো, খাতার দাম বেড়েছে ৫৬ শতাংশ। সূত্র: প্রথম আলো

কালিয়াকৈরে বগি লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে। সূত্র: সমকাল

মহাসড়ক আটকাল সাত গ্রামের মানুষ
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে গতকাল মঙ্গলবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। এর পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হতে থাকে সাত গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষ। কোথাও আগুন জ্বালিয়ে, কোথাও বা মহাসড়কের ওপর শুয়ে তারা সড়ক অবরোধ করে। যার ফলে যান চলাচল বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা।মহাসড়কের দুই পাশে গজারিয়া থেকে কাঁচপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে দূরপাল্লার যানবাহন ও রোগীবাহী অ্যাম্বুল্যান্স আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে তাদের সংযোগ দেয়। প্রায় তিন হাজার পরিবার এই গ্যাসে রান্না করত। এই গ্যাস সংযোগ কিছুতেই কাটতে দেওয়া হবে না, অন্যথায় তারা আমরণ অনশনের ঘোষণা দেয়।খবর পেয়ে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সূত্র: কালের কণ্ঠ

Nagad

সামান্য বৃষ্টিতে বন্যা, বর্ষায় তীরে ভাঙন
তিস্তার তলদেশ ভরাট হয়েছে দুই মিটার

উজানের পানির সঙ্গে আসা বিপুল পরিমাণ বালি ও পলিতে ভরাট হচ্ছে তিস্তার তলদেশ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত তিন দশকে নদীটির তলদেশ ভরাট হয়েছে দুই থেকে আড়াই মিটার। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানির প্রবাহ একটু বাড়লেই উপচে পড়ছে নদীর দুই তীর। সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে কৃষিজমি, ঘরবাড়িসহ নদীতীরবর্তীদের জীবন-জীবিকা। আবার শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ হারিয়ে প্রায় শুকিয়ে যাচ্ছে নদী। তিস্তার পানিপ্রবাহের সংকট সমাধানের পাশাপাশি যথাযথ নদী ব্যবস্থাপনা ছাড়া এ পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ড্রেজিংসহ যথাযথ নদী ব্যবস্থাপনার অভাবে প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত দেশের অন্যান্য স্থানের মতো তিস্তা অববাহিকায়ও বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়িয়েছে। তলদেশ ভরাট হয়ে পড়ায় বাধ্য হয়ে তিস্তার বন্যাকালীন পানিপ্রবাহের বিপত্সীমার মাত্রা বাড়িয়েছে পাউবো। লালমনিরহাটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নিয়োজিত পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ দৌলা বণিক বার্তাকে বলেন, ১৯৯০ সালে তিস্তা সেচ প্রকল্প চালু করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৩২ বছরে তিস্তার তলদেশ ভরাট হয়ে কোথাও কোথাও দুই মিটার আবার আড়াই মিটার উঁচু হয়েছে। ফলে উজানি ঢলে বা সামান্য বৃষ্টিপাতেই প্রবল বন্যা দেখা দিচ্ছে। নদীর বুকে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এখানে বন্যার পানিপ্রবাহের বিপত্সীমা নির্দেশক ৫২ দশমিক ৪০ থেকে বাড়িয়ে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার করা হয়েছে। সূত্র: বণিক বার্তা।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দুর্বল মানদণ্ড রপ্তানির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে
বাংলাদেশের শাকসবজি ও ফল রপ্তানির একটি প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু, বিভিন্ন সময়ে পাঠানো চালানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান শনাক্ত হওয়ায় ইইউ নিষেধাজ্ঞার ঝুঁকিতে দেশের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি।সর্বশেষ বিধিনিষেধ এসেছে সুইডেন থেকে মুড়ি ও সুগন্ধি চিনিগুড়া চালের ওপর। বাংলাদেশের নামী দুই ব্রান্ডের চিনিগুড়া চাল রপ্তানির পর সুইডেনের ল্যাবে টেস্ট করে মাত্রাতিরিক্ত কার্বেনডাজিম ও ট্রাইসাইক্লাজল পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন পর্যায়ে উত্তম কৃষি চর্চার পদ্ধতি অনুসরণ না করা এবং উৎপাদন ও প্যাকেজিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমদানিকারক দেশ-নির্ধারিত মান যাচাই করার মতো উপযুক্ত ল্যাবরেটরি না থাকার কারণে বাংলাদেশ থেকে মানহীন পণ্য রপ্তানি হচ্ছে। বিভিন্ন সময়ে ইইউ কর্তৃক নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে হলুদের গুঁড়া, চিংড়িসহ আরও কয়েকটি খাদ্য ও কৃষিজাত পণ্য। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিসিএস জটে পিএসসি

বিসিএস পরীক্ষা নিয়ে জটে পড়েছে পিএসসি। একসঙ্গে চারটি বিসিএস পরীক্ষা আটকে গেছে। ফলে মন্ত্রণালয়, দপ্তর ‍ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদগুলোতে নিয়োগ দেওয়া যাচ্ছে না।জনপ্রশাসন সূত্র বলছে ৪৩ হাজারের বেশি পদ শূন্য পড়ে আছে। চাকরির মেয়াদ শেষে প্রতিদিনই কর্মকর্তারা অবসরে যাচ্ছেন, কিন্তু বিসিএসের মাধ্যমে প্রতিবছর সেসব পদ পূরণ করতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শূন্য পদগুলোতে আটকে থাকা ৪ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার পদে অন্তত ১৬ হাজার পদ পূরণ করা যাবে।পর্যালোচনায় দেখা গেছে, ৪ বছর পার হলেও ৪০তম বিসিএসের নিয়োগ শেষ করতে পারেনি পিএসসি। ৩ বছর ধরে আটকে আছে ৪১তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া, যেটির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আর দুই বছরে ৪৩তম বিসিএস পৌঁছেছে লিখিত পরীক্ষা পর্যন্ত। গত এক বছরে ৪৪তম বিসিএস সবেমাত্র পার করেছে প্রিলিমিনারি পরীক্ষা। সূত্র: দৈনিক বাংলা।

রূপপুরে বসল দ্বিতীয় পারমাণবিক চুল্লিপাত্র

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) বা পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন।রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ আণবিক শক্তি সংস্থা-রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সিই লিখাচেভ।পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বড় ধরনের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ হয়ে এল।রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র। এর ভেতরেই ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদন হবে, যা কাজে লাগিয়ে তৈরি হবে বিদ্যুৎ। সেই সঙ্গে তেজস্ক্রিয় দ্রব্য বেরিয়ে যাতে পরিবেশ দূষণ করতে না পারে, তার জন্য কতগুলো প্রতিবন্ধকতার কাজও করে রিঅ্যাক্টর। সূত্র: বিডি নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চুল্লির কাজ উদ্বোধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপনের কাজ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে পাবনার ঈশ্বরদীতে উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন রুশ পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূলযন্ত্র। এর ভেতরে ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদন হয়। যা কাজে লাগিয়ে তৈরি হয় বিদ্যুৎ।
পারমাণবিক চুল্লিপাত্র স্থাপনের আগে রিঅ্যাক্টর ভবনের বিভিন্ন স্তরের অবকাঠামোসহ সংশ্লিষ্ট পর্যায়গুলো এরইমধ্যে শেষ হয়েছে।৩৩৩ দশমিক ৬ টন ওজনের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ভেসেল প্রস্তুত করতে দুই বছরের বেশি সময় লাগে। এ রিঅ্যাক্টর ভেসেল কৃষ্ণসাগর ও সুয়েজ খাল হয়ে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরে আসে। এ রিঅ্যাক্টর ভেসেল পরিবহনে সময় লাগে দুই মাসের বেশি। সূত্র: জাগো নিউজ

সরকারবিরোধী আন্দোলন
বিএনপি নেতাকর্মীরা চাঙা তিন কারণে
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে বাড়ছে চাপা ক্ষোভ * সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের অব্যাহত চাপ

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে উজ্জীবিত বিএনপি। চাঙা নেতাকর্মীরা। হামলা-নির্যাতন সব বাধা উপেক্ষা করে রাজপথে বাড়ছে তাদের উপস্থিতি। গণসমাবেশ রূপ নিচ্ছে জনস্রোতে। এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আস্থা ও আত্মবিশ্বাস। এক যুগের বেশি ক্ষমতার বাইরে দলটি। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা। হামলা-মামলা বিপর্যস্ত দলটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দেশে বিএনপি নেই বলে যারা নানা সময়ে সমালোচনায় ব্যস্ত ছিল তাদের মুখেও এখন উলটো সুর। বিএনপির এ উত্থানের পেছনে কি ‘টনিক’ রয়েছে সে আলোচনাই সর্বত্র। দলটির নীতিনির্ধারক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত তিন কারণে উজ্জীবিত দলটি।এগুলো হচ্ছে-১. সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে সৃষ্ট চাপা ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। ফলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেই জনগণও এতে সাড়া দেবে। ইতোমধ্যেই বিভিন্ন সমাবেশে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে তা টের পাওয়া যাচ্ছে। ২. অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের অব্যাহত চাপ। আগের দুটি নির্বাচনের মতো এবার একতরফা ভোট করতে পারবে না ক্ষমতাসীনরা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবকিছু মিলে ‘এবার কিছু একটা হবে’-এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। ৩. সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে গড়ে তোলা হচ্ছে বৃহত্তর ঐক্য। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ হওয়ায় ক্ষমতাসীনরা সহজেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে না। সূত্র: যুগান্তর

প্রশাসনের ভেতরে-বাইরে নানা গুঞ্জন

সংসদ নির্বাচনের বাকি আর সাড়ে ১৪ মাস। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ভোটকে কেন্দ্র করে প্রশাসন ঢেলে সাজাতে নানা হিসাব-নিকেষ করছে সরকার। সেজন্য প্রশাসনের বদলি-পদায়নের বিষয়টি অনেকটা আলোচনায় এসেছে। কিছুদিন আগে একযোগে ৪০ জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়। মেয়াদ পূর্তির আগেই গত রোববার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে। গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তিন জেলার পুলিশ সুপারকে। হঠাৎ এমন পরিবর্তনের ঘটনায় প্রশাসনের ভেতরে-বাইরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সূত্র: ঢাকা মেইল