আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

ইরানি ড্রোন ব্যবহার ক্রেমলিনের সামরিক দেউলিয়াত্ব: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইরানের তৈরি ড্রোনের ব্যাপক ব্যবহারের বিষয়টি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রতীক। জেলেনস্কি গতকাল মঙ্গলবার তাঁর নিয়মিত ভাষণে এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বলেন, ইরানের কাছে এ ধরনের (ড্রোন) সহায়তার আবেদনের মাধ্যমে ক্রেমলিন তার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব স্বীকার করে নিল। জেলেনস্কি বলেন, ‘কৌশলগতভাবে, এটি তাদের (রাশিয়া) কোনোভাবেই সাহায্য করবে না।’ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটি বিশ্বের কাছে আরও প্রমাণ করে যে রাশিয়া পরাজয়ের পথে রয়েছে। মস্কো তার সন্ত্রাসের সহযোগী হিসেবে অন্যদের টেনে আনার চেষ্টা করছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার কাছ থেকে গতকাল একটি প্রস্তাব এসেছে। অবশ্য এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জেলেনস্কি কিছু বলেননি। সূত্র: প্রথম আলো

আইএসকে ৫০ লাখ ডলার দিয়েছিল লাফার্জ সিমেন্ট

ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ ২০১৩ ও ২০১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ৫০ লাখের বেশি ডলার দিয়েছিল। সিরিয়ায় ব্যবসা চালিয়ে যেতে তারা এই অর্থ দিয়েছিল বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
আইএসকে অর্থ দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত এই জরিমানা করেছেন। লাফার্জ সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আইএসকে সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সিরিয়ায় লাফার্জের সিমেন্ট উৎপাদন চালিয়ে যেতে ইসলামিক স্টেটের নেতাদের অর্থ দিয়েছিলেন তাঁরা। এর আগে ফ্রান্সের আদালতে লাফার্জের আইনজীবীরা দাবি করেছিলেন, অর্থ দেওয়ার পেছনে জঙ্গি সংগঠনটিকে সহায়তার কোনো সংকল্প ছিল না প্রতিষ্ঠানটির। সূত্র: সমকাল

লিজ ট্রাসের গদি নড়বড়ে বিকল্প হতে পারেন যাঁরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ডাউনিং স্ট্রিটে যাওয়ার ছয় সপ্তাহের মধ্যেই তাঁর গদি নড়বড়ে হয়ে গেছে। ট্রাসকে নামকাওয়াস্তে প্রধানমন্ত্রী বলতেও ছাড়ছেন না পর্যবেক্ষকরা। গত ২৩ সেপ্টেম্বর ট্রাস ও তাঁর সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং একটি নতুন ‘উন্নয়ন পরিকল্পনা’ ঘোষণা করেন।তাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ করছাড়ের পাশাপাশি জাতীয় বীমা পরিকল্পনা ও স্ট্যাম্প শুল্কে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। সূত্র: কালের কণ্ঠ

Nagad

খেরসন পরিস্থিতি নিয়ে রুশ জেনারেলের বিরল স্বীকারোক্তি

ইউক্রেনের খেরসনে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে ও স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন রুশ সেনাবাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরুভিকিন। খবর বিবিসি।গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের ছোঁড়া হিমার্স রকেট শহরের অবকাঠামো ও বাড়িঘরে আঘাত করছে।
সুরুভিকিন বলেন, খেরসনের বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে সব রকম সহায়তা করবে রুশ সেনারা।এই বক্তব্যে ইউক্রেনে রুশ বাহিনীর সংকটে থাকার বিরল এক স্বীকারোক্তি ‍উঠে এসেছে। এর আগে স্থানীয় শীর্ষ কর্মকর্তা কিরিল স্তেরেমোসভ বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কথা গুরুত্ব দিয়ে শুনুন। আমি পরামর্শ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যান। দানিয়েপার নদীর পশ্চিম তীরে যারা রয়েছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলেও উল্লেখ করেন স্তেরেমোসভ। সূত্র: বণিক বার্তা।

২০২২ সালে ফেলে দেয়া হবে ৫ বিলিয়ন ফোন, কেন উদ্বেগের?

হাতের মোবাইল ফোনটি একটু ধীরগতির হয়ে গেলেই কিংবা নতুন কোনো মডেল বাজারে এলেই আমরা পুরোনোটা রেখে নতুন ফোন কিনি। আগের ফোনটা সচল থাকলেও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে ড্রয়ারে কিংবা আলমারিতে। ওয়েস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট (ডব্লিউইইই) ফোরামের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এরকম ৫৩০ কোটি বা ৫.৩০ বিলিয়ন সচল কিন্তু অব্যবহৃত মোবাইল ফোন বর্জ্য হিসেবে পড়ে থাকবে। ডব্লিউইইইর গবেষণায় দেখা গেছে, এসব অব্যবহৃত ফোন একটার ওপর আরেকটা স্তূপ করে রাখলে সেই স্তূপের উচ্চতা ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়ে যাবে, যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উচ্চতার চেয়ে একশো গুণ বেশি।আন্তর্জাতিক বাণিজ্য তথ্যের ওপর ভিত্তি করে ডব্লিউইইই এই ‘ই-বর্জ্যের’ ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যাকে তুলে ধরেছে। গবেষণা বলছে, অনেক মানুষই পুরোনো ফোন পুনর্ব্যবহার করতে না দিয়ে সেটি নিজেদের কাছে রেখে দেয়। এর ফলে একটি বড় সমস্যার সৃষ্টি হয়েছে। সেটি হলো, ই-বর্জ্য, যেমন তারের তামা কিংবা রিচার্জেবল ব্যাটারির কোবাল্ট থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করা হয় না। ফলে মূল্যবান এসব খনিজ সম্পদ আহরণ করতে হচ্ছে খনি থেকে খনন করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিশ্ব পিছিয়ে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘করোনার ধাক্কায় কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে চার বছরের বেশি সময় ধরে যে অগ্রগতি হয়েছিল, তা ধুলিস্যাৎ হয়ে গেছে। কর্মসংস্থান হারানো, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং বৈশ্বিক মন্দার কারণে জাতীয় ও পরিবার পর্যায়ের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।’
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো মহাসচিবের বাণীতে এ কথা বলা হয়। তিনি বলেন, ‘আমরা যেমন দারিদ্র্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস পালন করছি, একই সঙ্গে একটি তিক্ত সত্যের মুখোমুখি হচ্ছি। যা শিকার করতেই হবে। আর সেটা হলো, বিশ্ব পিছিয়ে যাচ্ছে।’ সূত্র: দৈনিক বাংলা।

বন্যার পর শত শত কোটি ডলার ঋণের খোঁজে পাকিস্তান

ধ্বংসাত্মক বন্যার পর অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ায় ঋণ হিসাবে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে শত শত কোটি ডলার চাইবে পাকিস্তান।বুধবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, “আমরা ঋণের পুনঃতফসিল বা স্থগিতাদেশের মতো কোনো পদক্ষেপ চাইছি না, আমরা অতিরিক্ত তহবিল চাইছি।” ফিনান্সিয়াল টাইমসের দেওয়া উদ্ধৃতিতে শরিফর বলেছেন, বন্যায় রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় পুনর্নির্মাণের জন্য ‘বড় ধরনের উদ্যোগ’ নিতে হবে আর এ জন্য পাকিস্তানের ‘বিপুল পরিমাণ অর্থ’ দরকার।
পাকিস্তান কী পরিমাণ অর্থ চাইছে শরিফ তা নির্দিষ্ট করে বলেননি কিন্তু হিসাব অনুযায়ী বন্যায় তিন হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন। সূত্র: বিডি নিউজ

জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থ দিয়েছিল ফ্রান্সের লাফার্জ সিমেন্ট

ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে সিরিয়ায় ব্যবসা পরিচালনার জন্য অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ। ২০১৩ এবং ২০১৪ সালে আইএসের হাতে ৬০ লাখ ডলারের মতো অর্থ তুলে দেয় প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।প্রতিষ্ঠানটিকে ২০১১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় ব্যবসা চালানোর জন্য আইএসকে অর্থ প্রদানের অভিযোগে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। প্রসিকিউটররা বলছেন যে এটি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে, সন্ত্রাসীদের সহায়তা করার জন্য একটি সংস্থা দোষী সাব্যস্ত হলো। লাফার্জ কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার জন্য তারা ‘গভীরভাবে অনুতপ্ত’ এবং ‘সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় স্বীকার করছে’।লাফার্জ সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০১৫ সালে এটি মূল কোম্পানির সঙ্গে যুক্ত হয়। ৬৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি ২০১০ তুরস্ক সীমান্তের কাছে জালাবিয়াতে তার প্ল্যান্ট চালু করেছিল। সূত্র: জাগো নিউজ

যুদ্ধক্ষেত্রেই সহযোদ্ধাকে বিয়ে করলেন ইউক্রেনীয় সেনা

রুশ আগ্রাসনের মধ্যেই ফুটল প্রেমের গোলাপ! যুদ্ধক্ষেত্রে বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই আমৃত্য সঙ্গে থাকার শপথ নিলেন তারা।৩১ বছরের তরুণী এমারেল্ড এভজেনিয়াকে দেশের ‘জোয়ান অফ আর্ক’ বলছে ইউক্রেনের সংবাদমাধ্যম। এমারেল্ড রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে ছিলেন সাধারণ নাগরিক। কিন্তু নিজের দেশে রুশ হামলার পর সিদ্ধান্ত নেন দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গ করবেন। যোগ দেন ইউক্রেনের সেনাবাহিনীকে। তারপর থেকে বন্দুক-গোলাবারুদ হয়ে ওঠে নিত্য জীবন। রাত কাটে সেনা ক্যাম্পে, কখনও বা রুশ মিসাইল থেকে রক্ষা পেতে তৈরি নির্জন অন্ধকার বাঙ্কারে।এমন অন্ধকারে দেশীয় বাহিনীর সহযোদ্ধা এভজেনি স্টিপানিউকের প্রেমে বাঁধা পড়েন তিনি। গত ১৪ অক্টোবর তার সঙ্গে বিয়ে সারলেন এমারেল্ড। ইউক্রেন সেনা সূত্রে জানা গিয়েছে, খারকিভ শহরের মধ্যেই একটি অরণ্যে বিয়ে সারেন এমারেল্ড-এভজেনি। যে বিয়েতে উপস্থিত ছিলেন সেনার উচ্চপদস্থ কর্মকর্তারা।

ট্রেনের কামরায় তরুণীর সন্তান প্রসব

ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় সন্তান প্রসব করেছেন এক তরুণী। এ সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তিন নারী রেলকর্মী। খবর আনন্দবাজার পত্রিকার।রেল সূত্র জানায়, সোমবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখন প্ল্যাটফর্ম পরিদর্শনের দায়িত্বে ছিলেন স্নিগ্ধা বালা, পিঙ্কি পান্ডে এবং এ তিরকে নামে তিন নারী আরপিএফ কর্মী। প্রতিদিনের মতো তারা প্ল্যাটফর্ম পরিদর্শনে বেরিয়েছিলেন। ট্রেনটির এস-৬ নম্বর কামরার কাছে আসতেই সেটির ভেতর থেকে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পান তারা। কামরার ভেতরে প্রবেশ করতেই তারা দেখেন এক সন্তানসম্ভবা নারী একটি আসনে শুয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনার আকস্মিকতা বুঝে তারা সঙ্গে সঙ্গে ওই কামরার দু’পাশের জানালার কাঁচ ঢেকে দেন বিছানার চাদর দিয়ে।এর পর ওই নারীকে ট্রেনের কামরার মধ্যেই সন্তান প্রসব করতে সাহায্য করেন ওই তিন নারী। সূত্র; যুগান্তর