ছুটির দিনেও পর্যটক নেই সুন্দরবনে

বাগেরহাট সংবাদদাতাবাগেরহাট সংবাদদাতা
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

ছবি- সংগৃহীত

খুলনায় বিএনপির গণসমাবেশের একদিন আগ থেকে বিভাগটিতে চলছে পরিবহন ধর্মঘট। লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে সুন্দরবন এলাকায় পর্যটক শূন্য হয়ে পড়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত ভিড় দেখা গেলেও শুক্রবার (২১ অক্টোবর) থেকে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো খালি পড়ে আছে। এতে রাজস্বও কমছে বনবিভাগের।

জানা গেছে, মাছের প্রজনন মৌসুমসহ করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার। গত সেপ্টেম্বর মাস থেকে সুন্দরবন উন্মুক্ত হলেও কয়েক দফায় লঘু ও নিম্নচাপে কমে যায় পর্যটকের আগমন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির গণমাধ্যমকে বলেন, দুই দিনের ছুটি থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় কোনও পর্যটক নেই সুন্দরবনে। তাই আমাদের অনেকটা অলস সময় পার করতে হচ্ছে। চলতি বছর কয়েক দফা বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে পর্যটক কম এসেছে। ঝড়-জলোচ্ছ্বাসের মৌসুম হওয়ায় এ সময়ে পর্যটক তুলনামূলক কম থাকে।

এর মধ্যে আবার ধর্মঘটসহ নানা প্রতিবন্ধকতায় পর্যটকের সংখ্যা কমেছে। এতে রাজস্ব আদায়ও কম হচ্ছে। তবে শীতকালে পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করছি।

সারাদিন/২২ অক্টোবর/এমবি

Nagad