নানা আয়োজনে বরিশালে কবি জীবনানন্দ দাশকে স্মরণ

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

সংগৃহীত ছবি-

বরিশালে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় নগরীর বগুড়া রোডের ‘জীবনানন্দ দাস মিলনায়তন ও পাঠাগার’ প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ‘প্রগতি লেখক সংঘ ও জাতীয় কবিতা পরিষদ’ বরিশাল জেলা শাখার সদস্যরা।

পরে জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে প্রগতি লেখক সংঘ ও জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন কবি ও ছড়াকার দিপংকর চক্রবর্তী, কবি মামুন মোয়াজ্জেম, সংস্কৃতিজন মুকুল দাশ ও কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, কাজী সেলিনা, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, ছড়াকার সুভাষ চন্দ্র দাশ নিতাই, অধ্যাপক নজরুল হক নীলু, কাজী ফিরোজ, সঙ্গীত শিল্পী বিমল চক্রবর্তী ও কবি অপূর্ব গৌতম প্রমুখ। বক্তারা বরিশালে একটি জীবনানন্দ ইনস্টিটিউট স্থাপনের জন্য সরকারের প্রতি নিবেদন এবং কবি জীবনানন্দ দাশের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Nagad