আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান
আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আরব সম্মেলনে অংশ নেবেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী মাসের প্রথম দিন এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রোববার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের পরামার্শে আপাতত ভ্রমণ করছেন না মোহাম্মদ বিন সালমান। বিবৃতিতে বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
দুই দেশের শীর্ষ নেতার টেলিফোন আলাপের পর সৌদি আরবের পক্ষ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে সৌদি আরবের পক্ষ থেকে সম্মেলনে সালমানের অংশ না নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।
নভেম্বর মাসের ১ থেকে ২ তারিখ পর্যন্ত আরব রাষ্ট্রপ্রধানেরা আলজিয়ায় এক সম্মেলনে অংশ নিতে পারেন। এটি তাদের ৩১তম শীর্ষ সম্মেলন।