ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত, সাড়ে ৪ হাজার টাওয়ার অচল

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

ঘূর্ণিঝড় ‌‌সিত্রাংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ। সকালে বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। গাছ ভেঙে পড়েছে। এই সিত্রাংয়ের প্রভাবে সোমবার তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। ফলে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮৪টি টাওয়ার সচল করতে সক্ষম হয় অপারেটররা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাড়ে চার হাজার অচল টাওয়ারের মধ্যে সচল হয়েছে ৬৮৪টি। অচল টাওয়ারে মধ্যে গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টি, রবির ১ হাজার ৩৬৩টি, বাংলালিংকের ১ হাজার ৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি রয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে গাছের চাপায়। আর দুজনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে।

সারাদিন.২৫ অক্টোবর. এসআরএ

Nagad