সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং আগামীকালের (বুধবার) মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷

এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবরে সিত্রাংয়ে আট জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে গাছ ভেঙে সড়কে পড়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সূত্র জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ( ওজোপাডিকো) ৩৩ কেভি ৯৩টি ফিডারের মধ্যে ৬১ টি বন্ধ হয়ে যায়। সকাল ১০টা নাগাদ ৫৬টি চালু হয়েছে।

ফরিদপুরে কিছু ফিডার দুপুর পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ১১ কেভি ৩১৮টি ফিডারের মধ্যে ২৩০ বন্ধ হয়ে যায়, ইতোমধ্যেই ২০০ ফিডার চালু করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝালকাঠি অঞ্চলে। কোম্পানিটির আর্থিক ক্ষতির পরিমাণ দুই কোটি ৯০ লাখ টাকা।

প্রসঙ্গতম সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত শুরু করে সিত্রাংয়ের অগ্রবর্তী অংশ। আর রাত ১০টা নাগাদ ঝড়টির কেন্দ্র উপকূল পেরিয়ে ঢাকায় প্রবেশ করে। পরে সিলেট ও কুমিল্লা হয়ে ত্রিপুরায় প্রবেশ করে।

Nagad