দ্বিতীয় জয়ের লক্ষ্যে সিডনিতে সাকিব বাহিনী

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। তারা এখন দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ তে শীর্ষে রয়েছে।

বাংলাদেশের দলের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার সিডনি শহরে এই ম্যাচ খেলতে হবে।

বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) হোর্বাট থেকে সিডনিতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল।

আগামী ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময়ে এটি দিবারাত্রির ম্যাচ হলেও বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু।

সিডনিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ছিলো নিউজিল্যান্ড। এবার এই মাঠে লড়বে লাল-সবুজের দল। একই দিন সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ভারত-নেদারল্যান্ডস।

১৫ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয়হীন ছিলো বাংলাদেশ। ডাচবধে সেই খরা কাটিয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় প্রত্যাশিতভাবে জয় পেয়েছে লাল-সবুজের দল। প্রোটিয়াদের বিপক্ষেই হতে পারে আসল পরীক্ষা। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে বাংলাদেশ।

Nagad

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

সারাদিন/২৫ অক্টোবর/এমবি