আমি চাই সেনাবাহিনী আরও শক্তিশালী হোক: ইমরান খান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

সংগৃহীত

আমরা সেনাবাহিনীর সাথে আছি, আমাদের সমালোচনা হচ্ছে গঠনমূলক বলে জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি আরও বলেন, আমি চাই সেনাবাহিনী আরও শক্তিশালী হোক।

রোববার (৩০ অক্টোবর) লংমার্চের তৃতীয় দিনে এক ভাষণে পিটিআই চেয়ারম্যান এইসব কথা বলেন।

এরআগে গত দুই দিনের লংমার্চের ভাষণে ইমরান খান পাকিস্তানের শীর্ষ সামরকি কর্মকর্তাদের একহাত নেন। বিশেষ করে দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমকে নিয়ে কঠোর সমালোচনা করেন ইমরান খান।

তবে আজ লংমার্চের তৃতীয় দিনের ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা সেনাবাহিনীর সাথে আছি, আমাদের সমালোচনা হচ্ছে গঠনমূলক।

পিটিআই চেয়ারম্যান বলেন, আমি চাই সেনাবাহিনী আরও শক্তিশালী হোক। আমাদের শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন। সেনাবাহিনীর ক্ষতির লক্ষে আমি সমালোচনা করি না। আমি আর সেনাবাহিনী যে মুখোমুখি তাতে ভারতীয় মিডিয়া খুশি।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সামরিক বাহিনীর সাথে আছি, কিন্তু আমাদের সমালোচনা হচ্ছে গঠনমূলক।

Nagad

সারাদিন/৩০ অক্টোবর/এমবি