জেলায় জেলায় সমাবেশ করবে আ.লীগ, সশরীরে থাকবেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

সামনে নির্বাচন। ক্রমেই উত্তপ্ত হচ্ছে-রাজপথ। ইতোমধ্যে বিএনপি বিভিন্ন জেলায় সমাবেশ করেছে। এবার সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে মাঠে থাকবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। সংগঠনটি সারাদেশে রাজপথ নিজেদের দখলে রাখতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠে সরব থাকবে ।

জানা গেছে, এবার শুধু দলের সিনিয়র নেতাই নন, বড় বড় প্রতিটি কর্মসূচিতে মাঠে থাকবেন খোদ দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবিষয়ে, রাজনৈতিক কার্যালয় থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আগামী ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সশরীরে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে আরও জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলকে এখন বেশি সময় দেবেন। সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জেলায় জেলায় জনসভা ও সমাবেশ করবেন তিনি। জেলা পর্যায়ে সফরের পাশাপাশি দুটি করে জেলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকে গণভবনে ডেকে কথা শুনবেন তৃণমূল নেতাদের।