জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনে গ্রুপ ‘ওয়ান’ এ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে সব উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রথম জন ৩ রান করে ফিরে গেলেও ফিঞ্চ ও মার্শ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এদিন ৪৪ বলে ৬৩ রানের ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ২৮ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। লোয়ার অর্ডারে নেমে মার্কাস স্টোইনিস ৩৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া।

১৮০ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে পাওয়ারপ্লেতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। দুই ব্যাটসম্যান খাতাও খুলতে পারেননি এবং পার হতে পারেননি দুই অঙ্ক। দশম ওভারে ষষ্ঠ ধাক্কা পায় আয়ারল্যান্ড। দলের ব্যাটসম্যান গ্যারেথ ডেলানি ১০ বলে ১৪ রান করে আউট হন। যাইহোক এক প্রান্তে, লরকান টাকার দলকে জেতানোর চেষ্টা করেন এবং অপরাজিত থাকেন। ৪৮ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৯/৫ (ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬৩, মিচেল মার্শ ২৮, গ্লেন ম্যাক্সওয়েল ১৩, স্টয়নিস ৩৫; ব্যারি ম্যাকার্থি ২৯/৩, জশ লিটল ২১/২)।

আয়ারল্যান্ড: ১৮.১ ওভারে ১৩৭/১০ (পল স্টার্লিং ১১, বালবার্নি ৬, লোরকান টাকার ৭১, গ্যারেথ ডেলায়নি ১৪; প্যাট কামিন্স ২৮/২, ম্যাক্সওয়েল ১৪/২, মিচেল স্টার্ক ৪৩/২, জাম্পা ১৯/২, জশ হ্যাজলউড ২৪/০)।

ফল: অস্ট্রেলিয়া ৪২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অ্যারন ফিঞ্চ।

সারাদিন/৩১ অক্টোবর/এমবি