টিকে রইলো শ্রীলঙ্কা, আফগানদের বিদায়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এতেই বিশ্বকাপের মঞ্চে টিকে থাকলো দাসুন শানাকার দল। অন্যদিকে, লঙ্কানদের বিপক্ষে হারে বিশ্বকাপ থেকে এক ম্যাচ আগেই ছিটকে গেলো আফগানিস্তান।

মঙ্গলবার (০১ নভেম্বর) ব্রিজবেনে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি দলটি।

জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পুরো ম্যাচের মধ্যে একমাত্র লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাই ফিফটি হাঁকাতে পেরেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপে তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও এই হারে শেষ হয়ে গেছে আফগানিস্তানের আশা। তারা ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তালানিতে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৪/৮ (গুরবাজ ২৮, গনি ২৭, ইব্রাহিম ২২, নাজিবউল্লাহ ১৮, নাইব ১২, নবি ১৩, রশিদ ৯, আজমতউল্লাহ ৩*, মুজিব ১; রাজিথা ৪-০-৩১-১, মাদুশান ৩-০-২৪-০, লাহিরু ৪-০-৩০-২, থিকশানা ৪-০-৩৩-০, হাসারাঙ্গা ৪-০-১৩-৩, ধনাঞ্জয়া ১-০-৯-১)।

Nagad

শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১৪৮/৪ (নিসানকা ১০, মেন্ডিস ২৫, ধনাঞ্জয়া ৬৬*, আসালাঙ্কা ১৯, রাজাপাকসে ১৮, শানাকা ০*; ফারুকি ৩.৩-১-২২-০, মুজিব ৪-০-২৪-২, ফরিদ ২-০-২৫-০, রশিদ ৪-০-৩১-২, আজমতউল্লাহ ২-০-১৭-০, নবি ২-০-১৬-০, নাইব ১-০-১২-০)।

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ভানিন্দু হাসারাঙ্গা।

সারাদিন/০১ নভেম্বর/এমবি