সম্মেলন: বিএনপি’র বগুড়া জেলা সভাপতি বাদশা, সম্পাদক হেনা
বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আসগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টায় জেলা বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির সদস্য কালাম আজাদ এ তথ্য জানান।


এর আগে বুধবার দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) দুই হাজার ২২২ জন কাউন্সিল এ সম্মেলনের ভোটার ছিলেন। তাদের মধ্যে দুই হাজার ১৫৬ জন ভোট দেন।
এতে রেজাউল করিম বাদশা ১ হাজার ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল হক তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।