ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের আওতাধীন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ কারা হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনটি পদে মোট ৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে পারবেন।


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব নিরীক্ষক (অডিটর), অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম …এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান ডাক যোগাযোগের ঠিকানা সংবলিত আট ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের ডাকটিকিটযুক্ত ফেরত খাম সংযুক্ত করে দিতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ওয়াক্ফ প্রশাসক, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ওয়াক্ফ প্রশাসক, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ৪ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর, ২০২২।
আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
সারাদিন/০৩ নভেম্বর/এমবি