আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র
জাপান ও সিউলের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা

দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপ ও জাপানের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সিউলের সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দীর্ঘ পাল্লার একটি ও স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এরপরই এ সতর্কতা জারি করা হলো। খবর এএফপির। সিউলের সেনাবাহিনী বলেছে, তারা দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এটি পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে পূর্ব সাগরে উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করা হয়।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ওই বিবৃতিতে আরও বলেছে সাউথ পিয়ংগান প্রদেশের কাইচন থেকে সকাল পৌনে নয়টার দিকে স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।পিয়ংইয়ং ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পর দক্ষিণ কোরিয়ার জলসীমায় এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হলো। সূত্র: প্রথম আলো

একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
দুই কোরিয়ার প্রথম পাল্টাপাল্টি

উত্তর কোরিয়া গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার দিক লক্ষ্য করে সাগরে অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি দক্ষিণ কোরীয় উপকূল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পড়েছে।
এর প্রতিক্রিয়ায় বিরল আকাশ সতর্কতা জারি করে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া পাল্টা ক্ষেপণাস্ত্রও ছুড়েছে দেশটি।জানা গেছে, দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার বাইরে ‘উত্তর সীমারেখা’য় পড়েছে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। ওই সামুদ্রিক জলসীমা নিয়ে বিতর্ক রয়েছে দুই কোরিয়ার মধ্যে।
কোরীয় উপদ্বীপ ১৯৪৫ সালে দুই দেশে বিভক্ত হয়ে যাওয়ার পর থেকে এবারই প্রথম দক্ষিণের এত কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। এক দিনে উত্তর কোরিয়ার এত বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাও এবারই প্রথম। সূত্র: কালের কণ্ঠ

২০২১ সাল
রেকর্ড ৪৫ হাজার কোটি ডলার বিনিয়োগ পেয়েছে সিঙ্গাপুর

রেকর্ড পরিমাণ বিনিয়োগ আকর্ষণ করেছে সিঙ্গাপুর। গত বছর এশিয়ার নগর রাষ্ট্রটি ৪৪ হাজার ৮০০ কোটি ডলার নতুন অর্থের প্রবাহ দেখেছে। এ বিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি। তবে বিপুল পরিমাণ এ অর্থপ্রবাহ দেশটির রিয়েল এস্টেট খাতে উদ্বেগ তৈরি করেছে। এমনিতেই দেশটিতে বাড়ির দাম ও ভাড়া রেকর্ড উচ্চতায় উন্নীত হয়েছে। তবে দেশটি বিপুল পরিমাণ এ অর্থ পরিচালনা করতে সক্ষম বলে আশস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাত্কারে মনিটারি অথরিটি অব সিঙ্গাপুরের (এমএএস) ব্যবস্থাপনা পরিচালক রাভি মেনন বলেন, যখন কোনো দেশে একটি বড় অংকের অর্থ আসে তখন সেটা নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। এ ধরনের প্রবণতা রিয়েল এস্টেটের বাজারে ব্যাপকভাবে দাম বাড়িয়ে দেয়। তবে আমাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অর্থ আসতে বাধা দেয়ার পরিবর্তে আবাসন খাতে অস্থিতিশীলতা মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করেছে। এগুলো আমাদের নিয়ন্ত্রণের আওতায় রয়েছে।
এটিকে আন্তর্জাতিক সম্পদ কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সিঙ্গাপুরের প্রচেষ্টার সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শহরটি কভিডজনিত পুনরুদ্ধারের বিষয়টি উপভোগ করছে। অন্যান্য দেশের চেয়ে আগেভাগে কভিডজনিত বিধিনিষেধ শিথিল করায় হংকং ও চীনের অন্যান্য শহর থেকে সম্পদশালীরা সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন। সূত্র: বণিক বার্তা

Nagad

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে ১.৩২ বিলিয়ন পরিশোধ করা হবে সোমবার

আমদানি ব্যয় কমার পরও রিজার্ভের ওপর চাপ কমছে না। ডলার বিক্রির চাপে কমেই চলেছে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচক। আগামী ৭ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-র পেমেন্ট পরিশোধ করলে দেশের রিজার্ভ ৩৪ বিলিয়নের কিছুটা বেশি থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের আমদানির বিল এসেছে ১.৩২ বিলিয়ন ডলার। যা আগামী ৭ নভেম্বর সোমবার পরিশোধ করা হবে।বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পরপর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ১৭ মিলিয়ন ডলার বিক্রির পর রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫.৭২ বিলিয়ন ডলার। যদিও চলতি অর্থবছরের শুরুতে এর পরিমাণ ছিল ৪১.৮২ বিলিয়ন ডলার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ন্ড।

ভারতের উত্তর প্রদেশের স্কুলে ইংরেজি বর্ণপরিচয়: এ-তে আপেল হল অর্জুন, বি-তে বল হল বলরাম!

ছোটদের ইংরেজি অক্ষর চিনতে শেখার প্রথম ধাপ ‘এ ফর অ্যাপেল’, ‘বি ফর বল’। কিন্তু, ভারতের উত্তরপ্রদেশে সেই বহু পরিচিত বইয়ের ভাষা বদলে ফেলা হলো। খবর আনন্দবাজার অনলাইনের-লক্ষ্ণৌয়ের একটি স্কুলে ছোটদের ইংরেজি অক্ষর শেখানোর বইতে এ-তে আপেলের বদলে বসানো হয়েছে ‘অর্জুন’। বল নয়, ছোটরা বি চিনছে ‘বলরাম’ দিয়ে। আর সি-তে বিড়ালের পরিবর্তে রাখা হয়েছে চাণক্যের নাম। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরই এভাবে পুরাণ কিংবা ভারতের ঐতিহাসিক/ পৌরাণিক কোনও চরিত্রের নামে চিহ্নিত করা হয়েছে।লক্ষ্ণৌয়ের আমিনাবাদ ইন্টার কলেজে ছোটদের বইতে ইংরেজি বর্ণমালার এই ‘ভোলবদল’ করা হয়েছে। উদ্দেশ্য, ছোট থেকেই শিশুদের ইতিহাস এবং পুরাণ সম্পর্কে সচেতনতা বিস্তার করা। ইংরেজি অক্ষরগুলিকে কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ দেশের ইতিহাস ও পুরাণের নানান চরিত্র ছোটদের চেনাতে চেয়েছে। এ ক্ষেত্রে, ডি-তে রয়েছে ধ্রুব, ই-তে একলব্য, আই-তে ইন্দ্র এবং এইচ চিনিয়েছে হনুমানকে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কিমের পরমাণু অস্ত্রের ভয়ে আগেই বাঙ্কারে অধ্যাপক

দক্ষিণ কোরিয়ার একজন অধ্যাপক লি টে গু। আতঙ্কে আছেন, কখন উত্তর কোরিয়া থেকে উড়ে আসে কিম জং উনের পরমাণু অস্ত্র-নিশ্চিহ্ন করে দেয় তার বাড়ি। আর সে কারণে প্রস্তুতি নিয়েছেন আগে থেকেই। নিরাপদে থাকতে স্থাপত্যের এ অধ্যাপক তৈরি করেছেন বাংকার। পারমাণবিক হামলার খবর পেলেই দৌড়ে পালাবেন ওই বাংকারে- যেন বিকিরণ বিষাক্ততা থেকে দূরে থাকতে পারেন। এএফপি। পুরু কংক্রিটের দেওয়াল, ইস্পাতজোড়া দরজা বাংকারের। ভেতরে বায়ু পরিশোধন ব্যবস্থাসহ মাটি থেকে তিন ফুট নিচে তৈরি হয়েছে এটি। প্রচলিত ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার ক্ষমতাও রয়েছে বাংকারটির। রাজধানী সিউলের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জেচিওন শহরে নিজস্ব সম্পত্তির ওপর নির্মিত হয়েছে এটি। অধ্যাপক লি’র বাংকার মডেলটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৭০ মিলিয়ন উওন (প্রায় ৫০ লাখ টাকা)। লি’র দাবি, দক্ষিণ কোরীয়দের পারমাণবিক হামলা থেকে বাঁচাতে এ ধরনের বাংকার তৈরিতে সরকারের মনোযোগী হওয়া উচিত। লি বলেন, ‘এখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়া। সেখান থেকে জৈবিক বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র উড়ে আসতে পারে চোখের পলকে।’অধ্যাপক লি আরও বলেন, ‘কয়েক যুগের মধ্যে ব্যক্তিগত আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজন পড়েনি দ. কোরিয়ায়। এ কারণেরই জনসাধারণের আশ্রয়ের অভাব রয়েছে। তারা মারাত্মকভাবে অনিরাপদ।’ সূত্র: যুগান্তর

টুইটারের ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন কোম্পানিটির নতুন মালিক ইলন মাস্ক। তিনি টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করতে চান, যা মোট কর্মীর অর্ধেক। মাস্কের পরিকল্পনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টুইটারে বর্তমানে সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের আগামীকাল শুক্রবার জানিয়ে দিতে পারেন মাস্ক।তবে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টুইটার। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, মাস্ক প্রথম দফায় টুইটারের এক–চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। সূত্র: সমকাল

সন্দেহভাজন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণের

উত্তর কোরিয়া অন্তত একটি দূরপাল্লার এবং দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অফ স্টাফ বা জেসিএস। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এর মধ্যে অন্তত একটি ছিলো আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।
বুধবার একদিনেই সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার দিক থেকে ছোঁড়ার একদিন পর তারা এসব তথ্য দিয়েছেন।এসব ক্ষেপণাস্ত্রের অন্তত একটি দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে ভূমিতে গিয়ে পড়েছে। জবাবে সোল পাল্টা তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সূত্র: বিবিসি বাংলা।

ইউক্রেইনের শস্য রপ্তানি করিডোরের `শক্তিশালী সুরক্ষা’ চান জেলেনস্কি

ইউক্রেইনের শস্য রপ্তানি করিডোরে বিঘ্ন ঘটানোর যে কোনো রুশ প্রচেষ্টায় বিশ্বের শক্ত জবাব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নৌবহরে কিইভের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় মস্কো জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত রাখার পর অনেক জাহাজে শস্য তোলার মধ্যে তিনি এ মন্তব্য করেছেন।বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশে সৈন্য পাঠানোর পর বেধে যাওয়া যুদ্ধ বিশ্বে যে যে ক্ষেত্রে বিপর্যয় নিয়ে এসেছে তার অন্যতম হচ্ছে খাদ্য ঘাটতি; যে কারণে অনেক দেশে জীবনযাত্রার খরচও অনেক বেড়ে গেছে।জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চলতি বছরের ২২ জুলাই হওয়া চুক্তিতে ইউক্রেইনের বিভিন্ন বন্দর থেকে শস্য ও সার রপ্তানি করা নৌযানের নিরাপত্তার নিশ্চয়তা মেলে।কিন্তু চলতি সপ্তাহেই রাশিয়া জানায়, কিইভ তাদের কৃষ্ণসাগরের নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে; যে নৌযানগুলোতে হামলা হয়েছে সেগুলো ওই শস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে ছিল। সূত্র: বিডি নিউজ।

বেশিরভাগ সাংবাদিক হত্যারই বিচার হয় না: জাতিসংঘ
বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২ নভেম্বর) জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। সূত্র: বাংলানিউজ