বাংলাদেশের হারে সেমিফাইনালে পাকিস্তান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি ছিলো অলিখিত নকআউট। বাংলাদেশের সামনে হাতছানি দিয়েছিলো ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলার। তবে বাজে ব্যাটিং-বোলিং এবং টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বিতর্কিত আউটে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের দলের।

রোববার (০৬ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেই সাথে গ্রুপ ‘২’ থেকে ভারতের সাথে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

এরআগে প্রথম ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৭০ রান করে বাংলাদেশ। এদিন অবশ্য লিটন মাত্র ১০ রান করে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর সৌম্যের সাথে ৫২ রানের জুটি গড়েন শান্ত। সৌম্য ফিরে ২০ রান। দলীয় ৭৩ রানে সৌম্যের বিদায়।

সৌম্য ফেরার পরের বলেই বিতর্কিত সিদ্ধান্তে রানের খাতা খোলার আগেই ফেরেন সাকিবও। এরপর ফিফটি পূর্ণ করে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। আউট হওয়ার আগে ৭ চারে ৫৪ রান করেন তিনি। শান্তর বিদায়ের পর এক আফিফ ছাড়া অন্য কোনো টাইগার ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি।

পাকিস্তানের পক্ষে আফ্রিদি ৪ ওভারে ২২ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। এছাড়াও শাদাব খান ২টি এবং হারিস রউফ ও ইফতিখার আহমেদ নেন ১টি করে উইকেট।

Nagad

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হলেন শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশের পক্ষে এক উইকেট করে নিয়েছেন সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন।

আরও পড়ুন- বাংলাদেশের ম্যাচে আবারও বিতর্কিত সিদ্ধান্ত

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৮ (শান্ত ৫৪, লিটন ১০, সৌম্য ২০, সাকিব ০, আফিফ ২৪*, মোসাদ্দেক ৫, সোহান ০, তাসকিন ১, নাসুম ৭, মুস্তাফিজ ০*; আফ্রিদি ৪-০-২২-৪, নাসিম ৩-০-১৫-০, ওয়াসিম ২-০-১৯-০, রউফ ৪-০-২১-১, শাদাব ৪-০-৩০-২, ইফতিখার ৩-০-১৫-১)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১২৮/৫ (রিজওয়ান ৩২, বাবর ২৫, নাওয়াজ ৪, হারিস ৩১, মাসুদ ২৪*, ইফতিখার ১, শাদাব ০*; তাসকিন ৩-০-২৬-০, নাসুম ৪-০-১৪-১, সাকিব ৪-০-৩৫-১, মুস্তাফিজ ৪-০-২১-১, ইবাদত ৩.১-০-২৫-১)।

সারাদিন/০৬ নভেম্বর/এমবি