ভালুকার জামিরদিয়াই অগ্নিকাণ্ডে ৫৩টি কক্ষ পুড়ে ছাই
ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে দুটি বাড়ির ৫৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সকালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রথমে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার আইয়ুব আলী পিন্টুর বাড়িতে আগুন লাগে। পরে আগুন সাবেক ইউপি মেম্বার আব্দুর রাশিদ ঢালীর বাড়িতে ছড়িয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কর্মরত নিম্ন আয়ের ভাড়াটিয়া শ্রমিকদের তালাবদ্ধ কক্ষে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।
বাড়ির মালিক আইয়ুব আলী পিন্টু জানান, আগুনে তাদের দুই বাড়ির ৫৩টি কক্ষ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।