ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে হাইভোল্টেজ ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে রোহিত শর্মার দল। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১৬৯ রান।

এদিন শুরুতেই সাজঘরে ফেরেন লোকেশ রাহুল (৫)। পাওয়ার প্লেতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মোটে ৩৮ রান তুলতে পারে ভারত। এরপর রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করে আউট হন। ইনিংস বড় করতে পারেনি মারকুটে সূর্যকুমার যাদবের। তিনি ১০ বলে ১৪ রান করেন। ১০০ রান তুলতে ভারতের চলে যায় ১৫ ওভার। একটা প্রান্ত ধরে বিরাট কোহলি ৩৯ বলে ফিফটি করেন। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়ার সাথে ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো জুটি গড়েন তিনি।

ফিফটি করেই পরের বলে ক্যাচ হয়ে যান কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংসে ডানহাতি এই ব্যাটারের ৪ বাউন্ডারির সাথে ছিলো একটি ছক্কার মার। তবে আসল কাজটা করেছেন হার্দিক। ২৯ বলে ফিফটি করা এই ব্যাটার চার-ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন শেষ বল পর্যন্ত। ভারত শেষ ৫ ওভারে তোলেছে ৬৮ রান। শেষ ৪ ওভারে হার্দিক একাই হাঁকিয়েছেন ৫ ছক্কা।

ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান ৪ ওভারে ৪৩ রান খরচ করলেও নিয়েছেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রাহুল ৫, রোহিত ২৭, কোহলি ৫০, সূর্যকুমার ১৪, পান্ডিয়া ৬৩, পান্ত ৬, অশ্বিন ০*; স্টোকস ২-০-১৮-০, ওকস ৩-০-২৪-১, কারান ৪-০-৪২-০, রশিদ ৪-০-২০-১, লিভিংস্টোন ৩-০-২১-০, জর্ডান ৪-০-৪৩-৩)।

সারাদিন/১০ নভেম্বর/এমবি