ব্রাহ্মণবাড়িয়া জেলা আ. লীগের সম্মেলন, নেতৃত্বে পুরাতনরাই

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারও জেলার নেতৃত্ব থাকলো পুরাতনদের হাতেই। ত্রি-বার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বক্তব্যের শেষদিকে জেলার নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

শেখ সেলিম সভাপতি হিসেবে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুবুল চৌধুরী মন্টুর নাম ঘোষণা করেন। তবে নতুন কমিটিতে পদ পাওয়া সবাই আগের কমিটিতে একই পদে ছিলেন।

এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।