ওয়াশিংটন-ইসলামাবাদের ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক স্থাপনের আহ্বান ইমরান খানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

সংগৃহীত

ক্ষমতা থেকে অপসারণের জন্য মার্কিন প্রশাসনকে আর দায়ী করেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সেই সাথে ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক স্থাপনের আহ্বান জানান তিনি।

রোববার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এইসব কথা বলেন।

ইমরান খনের এই মন্তব্যটি আশ্চর্যজনক ছিল কারণ চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে পদ থেকে অপসারণ করার পর থেকে তিনি দাবি করে আসছেন, একটি বিদেশী ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং এর পিছনে মার্কিন প্রশাসন ছিল।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটি একটি প্রভু-দাস সম্পর্কের মতো ছিল এবং আমাদেরকে ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করা হয়েছে৷ তবে এর জন্য আমি যুক্তরাষ্ট্রের চেয়ে আমার নিজের সরকারকেই বেশি দায়ী করি।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রাক্কালে মস্কো সফরকে বিব্রতকর বলে অভিহিত করেছেন ইমরান খান। তিনি অবশ্য যোগ করেছেন এই সফরটি কয়েক মাস আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল।

সারাদিন/১৪ নভেম্বর/এমবি

Nagad