আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

টুইটার কর্মীদের মাস্ক বললেন, বেশি সময় কাজ করুন, না হলে চলে যান

টুইটারের মালিকানা নেওয়ার পর থেকে ইলন মাস্ক একের পর এক নতুন নিয়ম চালু করছেন। এবার তিনি কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে বলেছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন। খবর বিবিসির। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বলা হয়, কর্মকর্তাদের পাঠানো এক ই–মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে রাজি হতে হবে।মাস্ক আরও বলেন, আজ বৃহস্পতিবারের মধ্যে যাঁরা এতে সই করবেন না, তাঁদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে। বিবিসি এ নিয়ে মন্তব্যের জন্য টুইটারের সঙ্গে যোগাযোগ করেছে। দ্য গার্ডিয়ানের খবর বলছে, কর্মীদের পাঠানো মেইলে মাস্ক বলেন, সাফল্য পেতে টুইটারকে অত্যন্ত কঠোর হতে হবে। মাস্ক বলেন, কঠোর হওয়ার অর্থ হলো লম্বা সময় ধরে মন দিয়ে কাজ করতে হবে। শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে। সূত্র: প্রথম আলো

যুদ্ধের নিন্দা বিশ্বনেতাদের

পূর্বাভাস অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দা জানিয়েই যৌথ ঘোষণা দিয়েছেন বিশ্বনেতারা। বেশ কয়েক হাজার লোক নিহত ও বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করা এ যুদ্ধ ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় বিষয়। গতকাল বুধবারই শেষ হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ জোটের শীর্ষ সম্মেলন।বিশ্বনেতাদের বিবৃতিতে বলা হয়, ‘জি২০ ইউক্রেনের বিরুদ্ধে রুশ ফেডারেশনের আগ্রাসনে তীব্রতম ভাষায় দুঃখ প্রকাশ করে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সম্পূর্ণ ও নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানায়।শীর্ষ সম্মেলনের সমাপ্তির পর বক্তৃতায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বনেতারা ঘোষণার বিষয়বস্তুতে একমত হয়েছেন, যেমন ইউক্রেনের যুদ্ধের নিন্দা, যা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে। সূত্র: কালের কণ্ঠ

ডব্লিউটিওর সতর্কতা
প্রধান অর্থনীতিগুলো মন্দায় পড়ার ঝুঁকিতে রয়েছে

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে রেকর্ড পর্যায়ে মূল্যস্ফীতি। ক্রমবর্ধমান রয়েছে জ্বালানি ও খাদ্যের দাম। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে সুদের হার বাড়াচ্ছে প্রধান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো। এ অবস্থায় বিশ্বজুড়ে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। তবে বিস্তৃত আকারে মন্দার ঝুঁকি কম বলে মনে করছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বরং কিছু প্রধান অর্থনীতি মন্দায় পড়ার ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়েলা বলেন, বিশ্বজুড়ে বিস্তৃত আকারে মন্দা দেখা দেবে বলে মনে হয় না। তবে কিছু প্রধান অর্থনীতি মন্দায় পড়ার ঝুঁকিতে রয়েছে। যদিও এ প্রভাব উদীয়মান অর্থনীতি ও দরিদ্র দেশগুলোর জন্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ হতে পারে। কারণ এ পরিস্থিতিতে চাহিদা কমে যাওয়ায় উদীয়মান অর্থনীতিগুলোর রফতানি আয়ও নিম্নমুখী হয়। এরই মধ্যে এমন প্রবণতা দেখা দিয়েছে। তবে এ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর সহায়তা প্রয়োজন। কারণ আন্তর্জাতিক চাহিদা অব্যাহত থাকলে উদীয়মান দেশগুলোয় মন্দার প্রভাব কমে যাবে। সূত্র: বণিক বার্তা ।

Nagad

সবসময়ই হ্যান্ডগান থাকে ইসরাইলের এমপিপত্নীর

ফিলিস্তিনের আতঙ্ক ইসরাইলের নবনির্বাচিত সংসদ-সদস্য ইতামার বেন জিভিরকে ঘিরে বিতর্কের শেষ নেই। এবার তার পত্নী আয়ালাকে নিয়েও শুরু হয়েছে সমালোচনা। উগ্র ডানপন্থি এ নেতার স্ত্রী ঘরের বাইরে বের হলেই সঙ্গে একটি হ্যান্ডগান বহন করেন। সম্প্রতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানেও বন্দুক বহন করতে দেখা গেছে তাকে। জেরুজালেম পোস্ট।
ইসরাইলে চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বড় জয় পেয়েছেন কট্টর ডানপন্থি (লিকুদ পার্টি)। রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের অনুমোদনের পর এখন সরকার গঠনের চেষ্টা করছেন দুর্নীতির মামলায় বিচারাধীন এ নেতা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের লক্ষ্যে এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নেতানিয়াহু। সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। বসে নেই তার স্ত্রী সারাও। সোমবার সম্ভাব্য জোট সঙ্গীদের স্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেন বেন জিভিরের স্ত্রী আয়ালাও। ওই বৈঠকে হ্যান্ডগান নিয়েই অংশ নেন আয়ালা। বৈঠক শেষে তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, নেতানিয়াহুর সারার পাশেই দাঁড়িয়ে রয়েছেন আয়ালা। আর তার হাতে একটি অত্যাধুনিক হ্যান্ডগান। সূত্র: যুগান্তর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে এখন ট্রাম্পের রিপাবলিকানরা
টেনেটুনে ২১৮ আসন নিশ্চিত হলেও আগামী দু’বছর বাইডেনকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর জন্য তা যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী রিপাবলিকান পার্টি। খবর বিবিসির।৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২১৮টি আসন নিশ্চিত করে রিপাবলিকানরা এখন হাউজে সংখ্যায় বেশি। টেনেটুনে ২১৮ আসন নিশ্চিত হলেও আগামী দু’বছর বাইডেনকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর জন্য তা যথেষ্ট।তবে সিনেটের ক্ষমতা এখনও বাইডেনের ডেমোক্র্যাটদের হাতেই। রিপাবলিকানরা দুই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করলেও গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখাতে পারেনি।তবে বুধবার ক্যালিফোর্নিয়ার ২৭ তম ডিস্ট্রিক্ট মাইক গার্সিয়ার হাতে যাওয়ার পর তারা প্রতিনিধি পরিষদে দখল নেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ট্রাম্পের ঘোষণা বাইডেনের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা গত কয়েক দিন ধরেই বলে আসছিলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। অবশেষে আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো স্টেট থেকে ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আসে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াই করতে যাচ্ছেন ৭৬ বছর বয়সী এ রাজনীতিক। যুক্তরাষ্ট্রের টিভিগুলোতে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ট্রাম্প তার কয়েকশ সমর্থকের সঙ্গে একটি বলরুমে কথা বলছেন। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আবারও “গ্রেট আমেরিকায়” পরিণত করতে আমি আবারও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিচ্ছি। আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার বিশ্বাস বিশ্ব যুক্তরাষ্ট্রের সত্যিকারের মহিমা এখনো দেখেনি।’ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু সেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। পরাজয় স্বীকার করতেও অস্বীকৃতি জানান তিনি। হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্প অনেকবার বাইডেনকে আক্রমণ করেছেন। বাইডেনকে ব্যর্থ, রাষ্ট্রের শত্রু হিসেবে অভিহিত করেছেন। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের লড়ার ঘোষণার পর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে ব্যস্ততার ফাঁকে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার টুইট করে তিনি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রকে ডুবিয়েছিলেন।’ সূত্র: দেশ রুপান্তর

ইরানে আরও চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

ইরানে আরও চারজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির ‘বিপ্লবী’ আদালত। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানায় বিবিসি।
পুলিশের হেফাজতে মাসা আমিনি নামে একজন তরুণীর মৃত্যুর প্রতিবাদে এসব মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেছিলেন।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালত বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া এই চার ব্যক্তির একজন তার গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি সড়ক অবরোধ করে ত্রাস চালান। চতুর্থ ব্যক্তি ছুরি হামলা চালিয়েছিলেন। সূত্র: সমকাল

ট্রাম্পের দলীয় মনোনয়ন পাওয়ার পথে যত কাঁটা

সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটে রিপাবলিকান পার্টির প্রত্যাশার চেয়ে অনেক খারাপ ফলাফল করার পেছনে ডনাল্ড ট্রাম্পের দায় অনেকখানি বলে মনে করেন তার দলের কয়েকজন নেতা।যদিও ট্রাম্প এসব সমালোচনা খুব একটা বিবেচনায় নেন না। দলের নেতারা মধ্যবর্তী নির্বাচনের ভোটে খারাপ ফলাফলের জন্য যতই তার ঘাড়ে দোষ চাপাক, তিনি চলেছেন আপন ইচ্ছায়। মঙ্গলবার তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের মাঠে লড়াইয়ে নামার ঘোষণা দিলেন।এক দফা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পরের দফায় ভোটে হেরে ফের হোয়াইট হাউজে বসার এই তোড়জোড়কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের ইতিহাসে অত্যন্ত বিরল প্রচেষ্টা বলে জানিয়েছে বিবিসি।যদিও ট্রাম্পের সহযোগীরা বলছেন, তার এই ঘোষণা ও প্রচারাভিযান ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে বেশি মেলে। সূত্র: বিডি নিউজ

ইউক্রেন যুদ্ধে কি ন্যাটো নতুন ভূমিকা নেবে
রাশিয়ার সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রসহ সহযোগী দেশগুলো সতর্কতা অবলম্বন করে চলেছে

ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে। এ দেশগুলো বলছে, আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে যতটা সহায়তা করা সম্ভব, সামরিক সাহায্য ততটুকুই করা হচ্ছে। এত কিছুর পরও কিন্তু রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সহযোগী দেশগুলো সতর্কতা অবলম্বন করে চলেছে। ইউক্রেনের সরকার আরও ভারী অস্ত্র ও সরঞ্জাম দাবি করেও সেই ‘সংযম’-এর বাঁধ ভাঙতে পারেনি। ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করার দাবিও মেনে নেয়নি ন্যাটো। কিন্তু হঠাৎ গতকাল এ অবস্থার ছন্দপতন ঘটে। ইন্দোনেশিয়ার বালুতে জি-২০ সম্মেলনের মধ্যেই পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপর প্রথমেই এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। তড়িঘড়ি আলোচনায় বসেন ন্যাটো ও বিশ্ব নেতারা। কিন্তু বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই ক্ষেপণাস্ত্রটি ‘সম্ভবত’ রাশিয়া থেকে ছোড়া হয়নি। এমন পরিস্থিতিতে ন্যাটোর ভূমিকা নিয়ে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়েছে। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে যতটা সম্ভব সংযম দেখানোর জন্য চাপ রয়েছে। কিন্তু অন্যদিকে ন্যাটোর জমিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হামলা ঘটলে ন্যাটো যে বসে থাকবে না সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি পূর্ব দিকের সাগরে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলীয় ওনসান অঞ্চল থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফ। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক প্রস্তুতির ওপর দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সূত্র: বাংলানিউজ