যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারীও নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত স্টোরটিতে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে প্রচুর পুলিশ গেছে। তারা এখন ওয়ালমার্ট স্টোর ও আশপাশের এলাকা তল্লাশি করে দেখছে।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্স’র প্রতিবেদনে এইসব খবর জানানো হয়েছে।

চেসাপিক সিটি কর্তৃপক্ষের এক টুইট বার্তায় বলা হয়েছে, শহরের স্যাম সার্কেলে অবস্থিত ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলি দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়।” ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের ধারণা, একজন বন্দুকধারীই ছিলো।

ভার্জিনিয়ার স্টেট সেনেটর লুইজি লুকাস বলেন, “হৃদয়বিদারক ঘটনা। আমার শহরে আমার এলাকায় এই ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব।”

Nagad

সারাদিন/২৩ নভেম্বর/এমবি