ইসরাইলের বাসস্ট্যান্ডে জোড়া বিস্ফোরণে নিহত ১, আহত ১৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

ছবি- সংগৃহীত

ইসরাইলের জেরুজালেমে দুইটি আলাদা স্থানে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইসরাইলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বাসস্ট্যান্ডে জনসমাগম লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটানো ঘটেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা, বিবিসি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের একটি বাসস্ট্যান্ডে রাখা ডিভাইস থেকে। এতে ১১ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। আর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের আরেক পাশের একটি বাসস্ট্যান্ডে। সেখানে আহত হন আরও তিনজন।

ইসরাইলের পুলিশ বলছে, বুধবার (২৩ নভেম্বর) সকালে এই বিস্ফোরণ হয়েছে। এই হামলার জন্য তারা ফিলিস্তিনিকে সন্দেহ করছে।

এর আগে ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, অধিকৃত পশ্চিমতীরের নাবলুশ শহরে ইসরাইলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এর কয়েক ঘণ্টা পরেই জেরুজালেমে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

সারাদিন/২৩ নভেম্বর/এমবি

Nagad