আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

মার্কিন ক্ষমতাকাঠামোয় পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ থামবে কি

যুদ্ধে মানুষ মরে, অর্থ যায়, অস্ত্র যায়। মূলত ক্ষতি হয় সাধারণ মানুষেরই। এই ক্ষতি কতটা হবে, সেটা নির্ধারিত হয় নেতাদের মর্জিতে। এই ইউক্রেন যুদ্ধের কথাই বলা যেতে পারে। ইউক্রেন যুদ্ধ হবে কি হবে না, সেটা নির্ধারণ করেছেন মূলত নেতারাই। কারণ, রুশ বাহিনী হামলা শুরু করবে কি না, রাশিয়ার দাবি ইউক্রেন মেনে নেবে কি না—সব নির্ধারিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মর্জিতে। রাশিয়া ও ইউক্রেন ছাড়াও এই যুদ্ধে যে দেশটি মুখ্য ভূমিকায় সেটি যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ শুরুর আগে থেকে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে আসছে দেশটি। অনেক বিশ্লেষকই বলছেন, এই যুদ্ধটা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নয়। যুদ্ধটা আসলে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার। আরও সোজাসাপ্টা বললে, যুদ্ধটা আসলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হওয়া শীতল যুদ্ধ ১৯৯১ সালে সমাপ্ত হলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র বরাবরই মুখোমুখি অবস্থানে। ফলে ইউক্রেনে রাশিয়ার স্বার্থ রক্ষা হবে, এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র বাগড়া দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর থেকেও বড় কারণ রয়েছে। আর সেটা হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিলাষ ও ইউরোপের দেশগুলোর নিরাপত্তা। এই দুটি বিষয়ই অবশ্য একটি অপরটির সঙ্গে সরাসরি যুক্ত।পুতিনের অভিলাষের কথাই ধরা যাক। এই রুশ নেতা বিশ্বাস করেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা বেদনার। এ নিয়ে ২০২১ সালের জুলাইয়ে একটি নিবন্ধ লিখেছেন এই নেতা। সেটি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর শুরুতেই রুশ ও ইউক্রেনীয়দের সম্পর্ক নিয়ে তিনি লিখেছেন। পুতিন মনে করেন, রুশ ও ইউক্রেনীয়রা আসলে একই মানুষ। সূত্র: প্রথম আলো

রুশ হামলার জের
এবার মলদোভায় বিদ্যুৎবিভ্রাট

এত দিন রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে দেখা গেছে বিদ্যুৎবিভ্রাট। এবার রুশ হামলার জেরে বিভ্রাট হলো পার্শ্ববর্তী দেশ মলদোভাতেও। গতকাল বুধবার দেশটির উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু নিশ্চিত করেন এ খবর। স্পিনু ফেসবুকে লেখেন, ‘শেষ ঘণ্টায় ইউক্রেনের বিদ্যুৎ কাঠামোতে রাশিয়ার বোমাবর্ষণে আমরা প্রায় পুরো দেশেই বড় মাপে বিদ্যুিবভ্রাটের মুখোমুখি হয়েছি। ’ অন্যদিকে টুইটারে তিনি জানান, অর্ধেক মলদোভায় বিদ্যুিবভ্রাট দেখা দিয়েছে।
দেশটিতে সরাসরি কোনো রুশ হামলার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেছে বিবিসি। মূলত ইউক্রেনের বিদ্যুৎ কাঠামোতে রুশ হামলার জেরেই ঘটেছে এ ঘটনা। সূত্র: কালের কণ্ঠ

২০৪৭ সালে ভারতের অর্থনীতি হবে ৪০ লাখ কোটি ডলারের —মুকেশ আম্বানি

২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ কোটি ডলারের অর্থনীতি হবে ভারত। বর্তমান আকার থেকে যা ১৩ গুণ বড়। ভারতের বিলিয়নেয়ার মুকেশ আম্বানি বলেছেন, প্রথমত পরিচ্ছন্ন জ্বালানি বিপ্লব এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে এ প্রবৃদ্ধি অর্জন করবে দেশটি। খবর এনডিটিভি।বর্তমানে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের অর্থনীতি। তার আগে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। আম্বানির পরিসংখ্যান এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির থেকেও বেশি উচ্চাকাঙ্ক্ষী। গত সপ্তাহে গৌতম আদানি বলেন, ভোগ ও সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন হলে ২০৫০ সালের মধ্যে ভারতের অর্থনীতির আকার হবে ৩০ লাখ কোটি ডলার। পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির দশম কনভোকেশনে অংশ নিয়ে মুকেশ আম্বানি বলেন, বর্তমানের ৩ লাখ কোটি ডলারের অর্থনীতি থেকে ২০৪৭ সালে অর্থনীতি হবে ৪০ লাখ কোটি ডলারের। সেই সময়ে ভারত শীর্ষ তিনটি অর্থনীতির একটি হবে। সূত্র: বণিক বার্তা।

Nagad

ইউক্রেনে আবারো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, কিয়েভসহ বড় শহরগুলো অন্ধকারে

ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আবারো বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আক্রান্ত হয়- দেশটির রাজধানী কিয়েভসহ অন্যান্য অঞ্চল। খবর ইউরো নিউজ, সিএনএন ও বিবিসির -ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনেরগো জানিয়েছে, হামলার ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরের জরুরি অবকাঠামো। পুরো শহরটি বর্তমানে বিদ্যুৎহীন রয়েছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন লাভিভের মেয়র। অন্যদিকে, কিয়েভ অঞ্চলের প্রশাসনিক প্রধান জরুরি অবকাঠামোর পাশাপাশি কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা জোরালো করেছে রাশিয়া। ফলে এবারের শীতকালটা ইউক্রেনবাসীর জন্য দুঃসহ হতে চলেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

এবার সুনাকের বিরুদ্ধেও দলীয় এমপিদের বিদ্রোহ

এক মাসের কম সময় আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ঋষি সুনাকের বিরুদ্ধেও নিজের দলের আইনপ্রণেতাদের বড় একটি অংশ বিদ্রোহ করেছেন। তাঁদের বিরোধিতার মুখে সরকার গৃহনির্মাণ-বিষয়ক একটি বিল নিয়ে পিছু হটেছে। খবর ডেইলি মিররের।বিতর্কের পর ভোটাভুটির জন্য আগামী সোমবার বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তোলার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৪৭ সংসদ সদস্যের বিরোধিতার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়েছে সরকার। এটা ঋষি সুনাকের জন্য একটি বড় ধাক্কা।বিলটিতে স্থানীয় কাউন্সিলের ওপর সরকারের বাধ্যতামূলক গৃহনির্মাণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার প্রস্তাব রয়েছে, যার বিরোধিতা করছেন এসব এমপি। এর নেতৃত্বে রয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী থেরেসা ভিলিয়ার্স। বিলটিতে ঋষি সুনাকের পক্ষে মাত্র ৬৯ জন কনজারভেটিভ এমপি সমর্থন দিচ্ছেন। লেবার পার্টিসহ পার্লামেন্টে অন্য বিরোধী দলের বিদ্রোহী টোরি এমপিদের পক্ষ নিলে শেষ পর্যন্ত তা পাস হবে না। নিজ দলের এমপি ও মন্ত্রীদের বিরোধিতার কারণে গত কয়েক বছরে যুক্তরাজ্যে কয়েকটি সরকারের পতন ঘটেছে। বিলটি নিয়ে ভোটাভুটি পেছানোর মাধ্যমে সরকার অবশ্য সম্ভাব্য বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করার সময় পাবে। সূত্র: সমকাল

‘লেখালেখিতে মনোযোগ দেব’

মালয়েশিয়ায় সর্বশেষ সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বুধবার বলেছেন, তিনি এবার লেখালেখিতে মনোযোগ দেবেন। প্রায় অর্ধশতক বছর পর কোনো নির্বাচনে হেরেছেন মাহাথির। তার রাজনৈতিক দলের সব প্রার্থীই গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে পরাজিত হয়েছেন এবং জামানতও হারিয়েছেন। ৯৭ বছর বয়সী মাহাথির নিজের দীর্ঘদিনের নির্বাচনী এলাকা লাংকাউই দ্বীপের একটি আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোট গ্রহণের পর ফলাফলে দেখা যায়, সেখানে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে তিনি চতুর্থ হয়েছেন।পরাজয় মেনে নিলেও রাজনীতি ছাড়বেন কি না সে বিষয়ে নীরব রয়েছেন মাহাথির। তবে তিনি বলেছেন, দেশের ইতিহাস নিয়ে কিছু লিখবেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির ফেসবুকে নিজের পেজে লিখেছেন, দেশে অনেক কিছু ঘটে গেছে, যা সুনির্দিষ্টভাবে ইতিহাসে লিপিবদ্ধ হয়নি, যেমন: ব্রিটিশ শাসনামলের ঘটনাবলি। সূত্র: দৈনিক বাংলা।

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা ইউরোপীয় পার্লামেন্টে
প্রস্তাব ৪৯৪ ভোটে পাস হয়েছে। ৫৮ জন বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন বিরত ছিলেন

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন অবমাননার জন্য রাশিয়াকে এ আখ্যা দিয়ে বিশ্বের অন্য দেশগুলোকেও এ পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এ প্রস্তাব মূলত প্রতীকী। এ প্রস্তাব বাস্তবায়নের মতো আইনি কাঠামো নেই ইউরোপিয়ান ইউনিয়নের। একই সময়ে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে ব্লকটি। ইউরোপীয় পার্লামেন্টে গতকাল এ প্রস্তাব ৪৯৪ ভোটে পাস হয়েছে। ৫৮ জন সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন বিরত ছিলেন। পার্লামেন্ট সদস্যরা (এমইপি নামে পরিচিত) বলছেন, এ আইনি পদক্ষেপ ইউরোপিয়ান ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেবে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার পর ইইউ রাশিয়ার ১ হাজার ২৪১ জন ব্যক্তি এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ ১১৮টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: বিডি প্রতিদিন।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮, এখনো অনেকে নিখোঁজ

ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে, তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা এজেন্সি তাদের সবশেষ ঘোষণায় বলছে – এখনো আরো ১৫১ জন নিখোঁজ রয়েছে।রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পটি জাভার পার্বত্য এলাকায় আঘাত হানে সোমবার। এর ফলে যে ভূমি ধস হয় তাতে কোথাও কোথাও পুরো গ্রাম মাটি চাপা পড়েছে। কমপক্ষে ২২,০০০ বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে এবং ৫৮,০০০-এরও বেশি লোক বাড়িঘর হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।উদ্ধারকারীরা ধংসস্তুপের ভেতর থেকে বেঁচে যাওয়া লোকজন খুঁজছেন । সূত্র: বিবিসি বাংলা।

‘প্রতিদিনের শিক্ষা’
জার্মানি ম্যাচের পরেও স্টেডিয়াম পরিষ্কার করে বেরোলেন জাপানিরা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে জাপান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর মতো অবিশ্বাস্য জয়ে আনন্দে উদ্বেলিত ‘ব্লু সামুরাই’ ভক্তরা। তবে এই খুশিতে গা ভাসিয়ে নিজেদের রীতি ভুলে যাননি তারা। আবারও স্টেডিয়াম ছাড়ার আগে গ্যালারি পরিষ্কার করে গেছেন জাপানি দর্শকরা।এর আগে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও জাপানি ভক্তদের গ্যালারি পরিষ্কার করার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। জার্মানির সঙ্গে ম্যাচের পরেও দেখা গেলো সেই একই দৃশ্য। বুধবারের (২৩ নভেম্বর) ম্যাচ শেষে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যখন মাত্র খালি হতে শুরু করেছে, তখনই দেখা যায় কিছু জাপানি দর্শক ব্যাগ হাতে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। সূত্র: জাগো নিউজ

জাপোরিজিয়ার হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নবজাতক নিহত

ইউক্রেইনের দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চলে একটি হাসপাতালের মা ও শিশু বিভাগে রাশিয়ার ক্ষেপেণাস্ত্র হামলায় এক নবজাতক নিহত হয়েছে।ক্ষেপণাস্ত্র হামলার সময় হাসপাতালের ওই অংশ একজন নারী তার নবজাতক সন্তানকে নিয়ে ছিলেন।হামলার পর ওই নারী এবং একজন চিকিৎসককে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে ইউক্রেইনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় বিবিসি।জাপোরিজিয়াতেই ইউক্রেইনের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। গত ফেব্রুয়ারিতে আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া সেখানে হামলা চালিয়ে আসছে। জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রটি শুধু ইউক্রেইনের নয় বরং পুরো ইউরোপের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেখানে রাশিয়ার বার বার হামলার কারণে পুরো ইউরোপ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্র: বিডি নিউজ