আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর চলবে ইশো সাইবার মানডে সেল
শুরু হচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র বিশেষ সাইবার মানডে সেল। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর তিন দিনব্যাপি এই সেল-এ ইশো’র ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফার্নিচার ও অ্যাক্সেসোরিজ কিনে গ্রাহকরা পাবেন ২৫% পর্যন্ত ছাড়।
সাইবার মানডে সেল-এ গ্রাহকদের জন্য থাকছে চাহিদা অনুযায়ী সোফা-সেট, ডাইনিং টেবিল, খাট, রাগস বা কার্পেটসহ বিভিন্ন পণ্য সুলভ মূল্যে কেনার সুবর্ণ সুযোগ। এছাড়া, নবদম্পতিরাও নিজেদের নতুন ঘরকে নতুন রূপে সাজানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ কেনার সুযোগ পাবেন।
২০০৫ সালে এই সাইবার মানডে’র যাত্রা শুরু হয়। এটি বিশ্বব্যাপি দ্বিতীয় বৃহৎ বার্ষিক অনলাইন শপিং উৎসব হিসাবে পালন করা হয়, যেখানে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও অফার দেওয়া হয়। এই সেল থেকে গ্রাহকরা ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করে মাত্র ৭ দিনের মধ্যে পণ্যের ডেলিভারি পেয়ে থাকে। গ্রাহকদের দ্রুত ডেলিভারিসহ ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা প্রদানের জন্যই ইশো’র এই বিশেষ উদ্যোগ।