ময়মনসিংহের বাজারে সবজির দাম কমছে

ময়মনসিংহ সংবাদদাতাময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

ছবি- সংগৃহীত

ময়মনসিংহে শীতকালীন নতুন সবজি বাজারে এসেছে। তাই সবজির দামও কিছুটা কমেছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে আদা, রসুন ও পেঁয়াজের দামও কমেছে। রোববার (২৭ নভেম্বর) ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার থেকে এই তথ্য জানা গেছে।

মেছুয়া বাজারের সবজি বিক্রেতা আসাদুল মিয়া গণমাধ্যমকে জানান, নতুন বেশ কয়েক প্রকার সবজি বাজারে এসেছে। তাই দামও কিছুটা কমেছে। বেগুন কেজি ৬০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১২০ টাকা, সিম ১২০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, ছোট ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, মুলা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী তামজিদ হাসান গণমাধ্যমকে বলেন, চলতি বছর উৎপাদন বেশি হওয়ায় দাম একেবারে কমে গেছে। অনেক সময় আমরা যে দামে পেঁয়াজ কিনছি তার চেয়ে কমে বিক্রি করতে হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন বাজারে আমাদের পেঁয়াজের জন্য অগ্রিম টাকা দেওয়া ছিলো। ব্যবসা না থাকায় তারাও আমাদের টাকা দিচ্ছে না।

ব্যবসায়ী তামজিদ আরও জানান, সপ্তাহের ব্যবধানে আদার কেজিতে ২০ টাকা কমে ১২০, পেঁয়াজ ৫ টাকা কমে ৩৫, হল্যান্ড আলু ২ টাকা কমে ২২, রসুন ২০ টাকা কমে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

সারাদিন/২৭ নভেম্বর/এমবি

Nagad