কোস্টারিকার কাছে হেরে গেছে জাপান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছিল সৌদি আরব। দেখিয়েছিল জাপানও। সৌদি হারিয়েছিল আর্জেন্টিনাকে, জাপান সূর্যোদয় দেখিয়েছিল জার্মানিকে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদির মতোই পরাস্ত হলো জাপান।

আজ রোববার (২৭ নভেম্বর) ২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আহমেদ বিন আলী স্টেডিয়ামে এশিয়ার জায়ান্টদের ১-০ গোলে হারিয়েছে লুই ফার্নান্দো সুয়ারেজের দল। এই জয়ে জাপানের বড় ধরনের ক্ষতি হলেও টুর্নামেন্টে টিকে রইলো কোস্টারিকা।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিশার ফুলার।গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জাপান। করে বসে কয়েকটি ফাউল। তবে ৮৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জাপান। কোস্টারিকার গোলরক্ষক কিলর নাভাসের ক্যারিশমায় সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন তিনি। ভঙ্গ হয় জাপানের জয়ের আশা। প্রথম ম্যাচের দুর্দান্ত জাপানকে শেষ পর্যন্ত মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়।

বিরতি শেষে আক্রমণে জোর দিয়েছিল জাপান। মুর্হুমুহু আক্রমণে কোস্টারিকার কোণঠাসা অবস্থাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত উদ্দীপনা ধরে রাখতে ব্যর্থ হয় এশিয়ার দেশ জাপান। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের।