৬ গোলের হাড্ডাহাড্ডি লড়াই ক্যামেরুন-সার্বিয়ার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো ইউরোপের সার্বিয়া ও আফ্রিকান দেশ ক্যামেরুন। ৬ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে জিতলো না কেউই। আজকের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে ছিল সার্বিয়া। তবে পরে ঘুরে দাঁড়িয়েছে ক্যামেরুন।

সোমবার (২৮ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের জমজমাট ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলের হেরে ছিলো সার্বিয়া। এর ফলে ক্যামেরুনের বিপক্ষে জয় দরকার অবধারিতভাবে। সে লক্ষ্যে প্রথমভাগে সফলতা পেয়েছে সার্বিয়া।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সার্বিয়া।

প্রথমার্ধে এগিয়ে থাকা সার্বিয়া দ্বিতীয়ার্ধে ২ গোল খেয়ে ৩-৩ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ক্যামেরুনের চেয়ে বেশ এগিয়ে সার্বিয়া। দুই দলের মধ্যে পার্থক্যটা ২২ ধাপের। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা যায়নি সে পার্থক্যটা। দুই দল লড়াই করেছে সেয়ানে সেয়ানে।

Nagad

সারাদিন/২৮ নভেম্বর/এমবি