অবকাশ যাপনে গেছেন পরীমনি
সম্প্রতি অবকাশ যাপনে গেছেন ঢাকাই সিনেমার দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। তাদের সাথে আছেন একমাত্র পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
স্বামী ও সন্তান নিয়ে এবারই প্রথমবার ঘুরতে গেলেন নায়িকা পরীমনি। তবে রিসোর্টে বসেই বিশ্বকাপের প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখেছেন। উদযাপন করেছেন প্রিয় দলের বিজয় উল্লাসও।


অবকাশের জন্য স্বামী শরীফুল রাজ ও সন্তানকে নিয়ে ঢাকার অদূরে গাজীপুরে গিয়েছেন তিনি। আর অবকাশ যাপনে গিয়ে সুন্দর এক শীত সকালে নিজের ডানাকে নিয়ে বারান্দায় দাঁড়ালেন পরী। আর সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এই নায়িকা।
স্বামী-সন্তান নিয়ে রোদ পোহানোর একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, “পরীর ডানা রোদ পোহায়।”
নায়িকা পরীমনি গণমাধ্যমকে বলেন, “ছেলের জন্মের পর কোথাও যাওয়া হয়নি। এবার তাই রাজ্যকে নিয়ে অ্যাডভেঞ্চারে বের হলাম। এটা রাজ্যর প্রথম ঘুরতে যাওয়া।”
সারাদিন/২৮ নভেম্বর/এমবি