ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির ভাগ্নির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

ইরানের সরকারকে চাপে রাখতে বিশ্ববাসীকে তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগ্নি ফরিদেহ মোরাদখানি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইউটিউবে শেয়ার করা একটি ভিডিওতে তিনি এই আহ্বান জানান।

ভিডিওতে ফরিদেহ মোরাদখানি বলেন, “হে মুক্ত পৃথিবীর মানুষজন, আমাদের পক্ষে থাকুন ও আপনাদের দেশের সরকারকে এই খুনি ও শিশু হত্যাকারী শাসকদের সমর্থন দেওয়া বন্ধ করতে বলুন। ধর্মীয় নীতি-নৈতিকতার প্রতি খামেনি সরকারের কোনো আনুগত্য নেই। ক্ষমতা ধরে রাখা ও বলপ্রয়োগ ছাড়া তারা আর কিছুই জানে না।”

ইরানের মানবাধিকারকর্মীদের সংবাদ সংস্থা হারানা জানায়, ইরানে চলমান বিক্ষোভে উসকানি ও সহায়তা দেওয়ার অভিযোগে গত ২৩ নভেম্বর ফরিদেহকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে রয়েছেন। ধারণা করা হচ্ছে, জেলে যাওয়ার আগে এই ভিডিওটি করেছিলেন তিনি।

২০২২ সালের শুরুর দিকেও ফরিদেহকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অল্প কিছুদিনের কারাদণ্ড শেষে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাকে।

জানা গেছে, ফরিদেহর বাবা আলি মোরাদখানি আরাঙ্গেহ ছিলেন একজন শিয়া নেতা ও আয়াতুল্লাহ খামেনির বোনের স্বামী। অর্থাৎ আলি মোরাদখানি ছিলেন খামেনির ভগ্নিপতি।

Nagad

সারাদিন/২৮ নভেম্বর/এমবি