ইউক্রেন যুদ্ধে জেনারেলসহ ১৫০০ কর্মকর্তা হারিয়েছে রাশিয়া!
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত এক হাজার ৫০০-এর বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে ১৬০ জন জেনারেল ও কর্নেল রয়েছে।
উন্মুক্ত তথ্যের ওপর ভিত্তিকরে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। যেখানে মূলত সোশ্যাল মিডিয়া ও সর্বজনীনভাবে-প্রাপ্ত অন্যান্য তথ্যকে একত্রিত করা হয়েছে।


মঙ্গলবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ সেনা কর্মকর্তাদের প্রাণহানির এই সংখ্যাটি কিলডইনইউক্রেন (KilledInUkraine) নামক একটি টুইটার হ্যান্ডেলে সংকলিত হয়েছে। ওই অ্যাকাউন্টে ইউক্রেনে রুশ সেনাদের হতাহতদের বিষয়ে প্রকাশিত রাশিয়ান নিবন্ধগুলো পোস্ট করা হয়ে থাকে।
এদিকে, চলতি মাসের শুরুতে মার্কিন শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেন, ইউক্রেন যুদ্ধে এক লাখের বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনের পক্ষেও এমন সেনা হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেন মার্ক।
মার্কিন জেনারেল মিলি আরও বলেন, এই যুদ্ধ আলোচনার মাধ্যমে বন্ধ করা যেতে পারে এবং সামরিক শক্তি দিয়ে কোনও পক্ষেরই এই যুদ্ধে যেতা সম্ভব নয়।
সারাদিন/২৯ নভেম্বর/এমবি