রংপুর সিটি নির্বাচনে আ.লীগ-জাপাসহ ১০ মেয়র প্রার্থী

রংপুর সংবাদদাতারংপুর সংবাদদাতা
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

ছবি- সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রসিক নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসনে আরা লুৎফা ওরফে ডালিয়া। এছাড়া আওয়ামী লীগের আরও দুজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত ১০ জন মেয়র প্রার্থী, ১১টি সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৬৯ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়া অন্যরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের মো: আবু রায়হান, খেলাফত মজলিশের মো: তউহিদুর রহমান মণ্ডল, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের মো: শফিয়ার রহমান, জাকের পার্টির মো: খোরশেদ আলম এবং স্বতন্ত্র মো: লতিফুর রহমান, মো: আতাউর জামান বাবু, মো: মেহেদি হাসান (বনি)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ০১ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ০৪ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ০৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ০৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ০৯ ডিসেম্বর।

Nagad

আর আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মেয়র নির্বাচিত হন। এ সময় ভোটার ছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এবার ভোটার বেড়ে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সারাদিন/২৯ নভেম্বর/এমবি