কুড়িগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রাম সংবাদদাতাকুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় ওই গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে।

গ্রেপ্তার মোখলেসুর রহমান (৪৫) কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের ডোমপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামে মোখলেসুর রহমান-শাহেরা দম্পতি ঘরজামাই থাকতেন। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী শাহেরা খাতুনকে (৩৫) গলা কেটে হত্যা করে সে পালিয়ে যায়। এই সংবাদ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক মোখলেছুর রহমানকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন গণমাধ্যমকে বলেন, স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম দ্রুততার সাথে প্রাথমিক তদন্ত সুচারুভাবে সম্পন্ন করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Nagad

এই ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

সারাদিন/০১ ডিসেম্বর/এমবি