আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

তোর মেয়েকে ছয় টুকরা করা হয়েছে, তোকেও করা হবে: আলিনার বাবাকে হুমকি

চট্টগ্রামে অপহরণের পর খুন করা শিশু আলিনা ইসলাম আয়াতের বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে আলিনার বাবা সোহেল রানা এ অভিযোগ করেন। সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে। খুদে বার্তায় বলা হয়েছে, তোর মেয়েকে ছয় টুকরা করা হয়েছে, তোকেও করা হবে।’ বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। জানতে চাইলে আলিনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে প্রথম আলোকে বলেন, আলিনার বাবা বিষয়টি জানিয়েছেন। তাঁকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ইপিজেড থানার ওসি আবদুল করিম বলেন, আলিনার বাবা থানায় জিডি করলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি প্রথম আলোকে আরও বলেন, ‘হুমকির বিষয়টি থানা–পুলিশকে জানানো হয়নি। তারপরও আমরা খোঁজ নিচ্ছি।’ সূত্র; প্রথম আলো

জিজ্ঞাসাবাদে ২০ অর্থদাতার নাম
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে অর্থের জোগানদাতা হিসেবে অন্তত ২০ জন ধর্মীয় রাজনৈতিক নেতার নাম এসেছে। রিমান্ডে থাকা এক আসামি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ বিষয়ে তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত সূত্র জানায়, এখন তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।গত ২০ নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ হতে চললেও এখনো তাঁরা ধরা পড়েননি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা হলেন মেহেদী হাসান ওরফে অমি ওরফে রাফি ও ঈদী আমিন।তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিসহ এই কাজে তাঁদের অর্থের জোগানদাতাদের যেকোনো মূল্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা বারবার জায়গা বদলের কারণে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়ে ওঠেনি-সূত্র: কালের কণ্ঠ

দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে ৩৫ শতাংশ
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর ২০২২ সালে নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ কোটি ডলার। তিনি বলেন, গত বছরের চেয়ে চলতি বছর এ দেশগুলোর ঋণ নেওয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে। উল্লেখিত ঋণের দুই তৃতীয়াংশ চীন জোগান দিয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ম্যালপাস বলেন, ‘এ অর্থের পরিমাণ বিশাল; এই পরিমাণ অর্থের সুদের হারও অনেক বেশি। যে সব দেশ ঋণ নিয়েছে তাদের বেশিরভাগ ঋণের কিস্তি পরিশোধের সামর্থ্য নেই।’ তিনি বলেন, ‘আমি দুশ্চিন্তা বোধ করছি এ কারণে- ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা জনিত কারণে সামনের দিনগুলোতে অনেক দরিদ্র দেশ ঋণখেলাপি হয়ে পড়বে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট শুরু হবে।’ ডেভিড বলেন, ‘আরও উদ্বেগের বিষয় হলো, দরিদ্র দেশগুলোতে যদি ঋণ ও অর্থ সহায়তা দেওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সে সব দেশে মানবিক বিপর্যয়ও নেমে আসবে।’ আসন্ন সংকট মোকবিলায় তার নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল চীনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান ম্যালপাস। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে। সূত্র: বিডি প্রতিদিন।

চলছে সমাবেশের রাজনীতি
জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টায় বড় দুদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে সমাবেশের রাজনীতি। এসব সমাবেশে নেতাকর্মীসহ জনগণের উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে বড় দুই রাজনৈতিক দল। একই সঙ্গে মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এ ধরনের সমাবেশের বক্তৃতায় অভিযোগ পালটা অভিযোগের তীর ছোড়া হচ্ছে প্রতিপক্ষের দিকে।নানা ইস্যুতে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছে। এসব নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। এ পরিস্থিতিতে আজ রাজশাহীতে বিএনপির গণসমাবেশ। আগামীকাল চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা।বিএনপির সঙ্গে পালটাপালটির বিষয় স্বীকার না করলেও নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে জনসভা শুরু করেছে দলটি। যশোরের পর আগামীকাল চট্টগ্রামে হবে জনসভা। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা। এতে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও কথা বলবেন। বিএনপি আমলের নানা ‘অপকর্ম’সহ তাদের ব্যর্থতাগুলো তুলে ধরবেন। যশোরের সমাবেশেও এ ধরনের বিষয় নিয়ে কথা বলেন তিনি। সূত্র; যুগান্তর

Nagad

প্রধানমন্ত্রীর জনসভা কাল
বিএনপিকে চট্টগ্রামে দেখিয়ে দিতে চায় আওয়ামী লীগ

জনসভাকে জনসমুদ্রে পরিণত করে নিজেদের শক্তিমত্তা দেখিয়ে দিতে চায় চট্টগ্রাম আওয়ামী লীগ। আগামীকাল রোববার ক্ষমতাসীন দলের বহুল আলোচিত ‘দেখিয়ে দেওয়ার’ এই জনসভা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জনসভার মাধ্যমে ‘গা-ঝাড়া’ দিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতারা। এর আগে গত ১২ অক্টোবর এ মাঠেই গণসমাবেশ করে দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করে বিএনপি। ফলে তাদেরও ছাড়িয়ে যাওয়া এবং উপযুক্ত জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে সরকারি দল। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নগরজুড়ে সাড়ে সাত হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ জন্য তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এই তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় থাকবে আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ ব্যবহার করা হবে নানা প্রযুক্তি। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। সূত্র: সমকাল

১৪ হাজার কেজি স্বর্ণ আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে

রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে মজুদ আছে ১৪ হাজার ৩৩ কেজি স্বর্ণ। তবে এর মাত্র ১৭ শতাংশ জমা আছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে। রিজার্ভে থাকা স্বর্ণের ৪২ শতাংশই গচ্ছিত আছে ব্যাংক অব ইংল্যান্ডে। বাকি ৪১ শতাংশ বিনিয়োগ করা হয়েছে লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণের মূল্য নির্ধারণ হয়েছে ৭ হাজার ৬৬০ কোটি টাকা। স্বর্ণ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে রুপা রয়েছে ৫ হাজার ২৪৮ কেজি। বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। চলতি বছরের ৩০ জুনের তথ্য অনুযায়ী, রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ভল্টে স্বর্ণ রয়েছে ২ হাজার ৩৬৩ কেজি। আর ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে জমা আছে ৫ হাজার ৮৭৬ কেজি স্বর্ণ। বাকি ৫ হাজার ৭৯৪ কেজি স্বর্ণ লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মজুদকৃত স্বর্ণের পরিমাণ ১৪ হাজার ৩৩ কেজি। সূত্র: বণিক বার্তা।

পুলিশে বাধ্যতামূলক অবসরের পেছনে অদক্ষতা ও রাজনীতি

গত ১৬ অক্টোবর পুলিশ সুপার পদমর্যাদার মো. আলী হোসেন ফকির, ১৮ অক্টোবর সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও মো. শহিদুল্লাহ চৌধুরী, ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম এবং গত ১৬ নভেম্বর ট্রাফিক পুলিশ প্রশিক্ষণ স্কুলের কমান্ড্যান্ট ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী, কারও চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই সরকার তাকে অবসরে পাঠাতে পারে। তবে এদের নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতি হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। পাঁচজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর পর গত ৩ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, তাদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এটি আগে থেকেই নেয়া হচ্ছে। দক্ষতা ও দেশপ্রেম ঘাটতি ছিল বলেই তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার যদি মনে করে তাকে দিয়ে কাজ হচ্ছে না, তাহলে খামাখা একটি পদ দখল করে রাখবেন কেন? আরেকজন সেই পদে গিয়ে আরও বেশি সেবা দিতে পারেন, সে জন্য এ কাজটি করা হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

ঢাকা কেন্দ্রীয় কারাগার এখন নারী কয়েদীদের অপেক্ষায়

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা।

প্রযুক্তিগত ও কূটনৈতিক কারণে রাশিয়ার মূল্যছাড়ের তেল আমদানি বাতিল করল বিপিসি

রাশিয়ার বিশাল মূল্যছাড়ের জ্বালানি তেল কেনার উদ্যোগ থেকে পিছিয়ে গেছে ঢাকা। পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিবিসি) মস্কোর তেল সরবরাহের প্রস্তাব আপাতত বাতিল করেছে। কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত, আর্থিক ও কূটনৈতিক কারণে প্রস্তাবটি বিবেচনা করা যায়নি।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্র জানিয়েছে, ভারত ও চীনের মতো রাশিয়ার তেল আমদানি করতে পারলে বাংলাদেশ সরকারও জ্বালানি আমদানির খরচ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ উভয়ই কমাতে পারত। তবে বিপিসি এখন রাশিয়ার প্রস্তাবগুলো বাদ দিয়েই আগামী ক্যালেন্ডার বছরের জন্য তাদের জ্বালানি আমদানির পরিকল্পনা চূড়ান্ত করছে।টাইমস অভ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশাল মূল্যছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করে ভারত প্রায় ৪৩৩.৬৭ মিলিয়ন সাশ্রয় করেছে বলে ধারণা করা হচ্ছে। বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) খালিদ আহমেদ বলেন, ‘আমরাও রাশিয়ার তেল আমদানি করতে আগ্রহী ছিলাম। কিন্তু রাশিয়ার তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় এবং মূল্য পরিশোধের পদ্ধতি নিয়ে জটিলতার কারণে প্রস্তাবটি বাতিল করতে হয়েছে।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনছে চা বাগানের শিশুরা

উৎসুক শিশুদের সবার নজর তখন শ্রেণিকক্ষের মনিটরে, ১৩০ কিলোমিটার দূরের শহর ঢাকা থেকে শিক্ষক পড়াচ্ছিলেন উদ্ভিদ কোষ নিয়ে। কোথাও বুঝতে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে প্রশ্ন ছুড়ছে ভার্চুয়ালি যুক্ত সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। চা বাগানের গভীরে এমন দৃশ্য অবাক করে দিচ্ছে অনেক পর্যটককে। হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা বাগানে এই ডিজিটাল স্কুল পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন। সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের সন্তানরা সেখানে পড়ছে জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সনের বই।শিশু শ্রেণি থেকেই যে ইংরেজি ভাষা রপ্তের চেষ্টা চলছে, তা বোঝা গেল ৫/৬ বছর বয়সী শিশুদের সমস্বরে উচ্চারিত ইংরেজি ছড়া শুনে। “রেইন রেইন গো অ্যাওয়ে…কাম এগেইন অ্যানাদার ডে…।”দারিদ্র্যের চক্করে চা শ্রমিকদের সন্তানরা সাধারণত বড় হয়ে মা-বাবার মত চায়ের কুড়ি ছেঁড়াকেই পেশা হিসেবে বেছে নেয়। মা-বাবাকে সাহায্য করতে গিয়ে অল্প বয়সেই শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে।জাগোর এই স্কুলের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, সাত বছর আগে প্রতিষ্ঠা পাওয়া সুরমা চা বাগানের স্কুলটিতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩০০ জন; ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোটায়। এখানে শিশুরা পড়াশোনা করে বিনামূল্যে। দুপুরের খাবার, বই-খাতা-কলমসহ পাঠ্য সামগ্রীর জন্যও টাকা লাগে না। সূত্র: বিডি নিউজ