আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

পুতিনের সঙ্গে বাইডেনের আলোচনা নিয়ে যা বলল হোয়াইট হাউস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শর্তসাপেক্ষে বৈঠকে বসা নিয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিল হোয়াইট হাউস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে পুতিনের সঙ্গে এখনই আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই বাইডেনের। খবর এএফপির। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এখনই পুতিনের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা বাইডেনের নেই।’ গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ক্রেমলিন নেতা যদি যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে চান, তাহলে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। গতকাল প্রথমবারের মতো বাইডেন জনসম্মুখে পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ৯ মাসেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধের কারণে বিশ্বে কূটনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সূত্র: প্রথম আলো

ব্রিটিশ রাজপরিবারে ফের বিতর্ক
বর্ণবাদ প্রতিহত করার আহ্বান ঋষি সুনাকের
কোথাও বর্ণবাদ দেখলেই তাকে সবার সামনে তুলে ধরতে হবে। আমরা প্রতিনিয়ত শিখি এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ঋষি সুনাক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজপরিবারে ফের বর্ণবাদ নিয়ে বিতর্কের পর এ বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, ‘যেখানেই বর্ণবাদ দেখা যাবে, তা সবার সামনে আনতে হবে। ’ জাতিগত বৈষম্য ও ধর্মান্ধতা মোকাবেলায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সুনাক।যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্কাই নিউজকে বলেন, ‘বিতর্কের সুনির্দিষ্ট বিষয়ে মন্তব্য করা আমার উচিত হবে না।তবে এটা বলে স্বস্তি পাচ্ছি যে আমি ছোটবেলায় যেসয অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, এমন কিছু এখন ঘটবে বলে মনে হয় না। ’
৪২ বছর বয়সী এই কনজারভেটিভ নেতা ‘বর্ণবাদ মোকাবেলায় যুক্তরাজ্যের অবিশ্বাস্য অগ্রগতির’ প্রশংসা করেছেন। তবে কাজ এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।সুনাক বলেন, ‘এ কারণেই কোথাও বর্ণবাদ দেখলেই তাকে সবার সামনে তুলে ধরতে হবে। আমরা প্রতিনিয়ত শিখি এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ’ সূত্র : কালের কণ্ঠ

থমকে গেছে বিদেশে শ্রমবাজার
বাংলাদেশের ধীরগতির কারণে মালয়েশিয়ায় সাড়ে ৫ লাখ নেপালি শ্রমিক সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নেই স্বস্তি । রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা শত চেষ্টার পর মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও অচলাবস্থা পিছু ছাড়ছে না। যেখানে বাংলাদেশ থেকেই কর্মীর স্রোত যাওয়ার কথা মালয়েশিয়ায়, সেখানে ধীরগতিতে থমকে আছে সম্ভাবনাময় এ শ্রমবাজার। বাজার চালু হওয়ার পর প্রায় ১০০ রিক্রুটিং এজেন্সি মিলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গেছেন মাত্র ১৯ হাজার। কিন্তু বাংলাদেশি কর্মীদের জায়গায় এরই মধ্যে নেপাল পাঠিয়ে দিয়েছে প্রায় সাড়ে ৫ লাখ কর্মী। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ধীরগতি থাকলে এ শ্রমবাজারে ভুগতে হতে পারে- এমন শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, করোনা মহামারির পর সারা বিশ্বের শ্রমবাজারে ব্যাপক কর্মী চাহিদার সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও তা শুধু সৌদি আরবনির্ভর রয়ে গেছে। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাজারে নেই কোনো স্বস্তি। আরব আমিরাতে কর্মী পাঠানো গেলেও সেখানে পাঠাতে হচ্ছে ট্যুরিস্ট ভিসায়। অন্যদিকে ইউরোপে নতুন বাজার নিয়ে অনেক কথা হলেও বাস্তব অর্থে এর কোনো সুফল পাওয়া যায়নি। ফলে রেমিট্যান্সে প্রভাব পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। সূত্র: বিডি প্রতিদিন।

শ’খানেক দ্বীপ বেচে দিচ্ছে ইন্দোনেশিয়া
শত শত বিপন্ন এবং বিরল প্রাণীর আবাসস্থল এই দ্বীপপুঞ্জ

শ’খানেক দ্বীপ বেচে দিচ্ছে হাজার দ্বীপের দেশখ্যাত ইন্দোনেশিয়া। নিউইয়র্ক। ১০০টিরও বেশি গ্রীষ্পমণ্ডলীয় দ্বীপসহ উইদি দ্বীপপুঞ্জ নিলামে তুলবে নিলামভিত্তিক প্রতিষ্ঠান ‘সোথেবি’।আয়তন প্রায় ১০ হেক্টর। নিউইয়র্কে ৮ ডিসেম্বর থাকবে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিলাম। বালি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে যেতে সময় লাগবে ২.৫ ঘণ্টা।নিলামে অংশগ্রহণকারীদের জামানত হিসাবে এক লাখ ডলার জমা রাখতে হবে। তবে এই নিলামে চিন্তিত পরিবেশ বিশেষজ্ঞরা। পর্যটন কার্যক্রম দ্বারা সম্ভাব্য পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের ক্ষতি সম্পর্কে শতর্ক করে যাচ্ছেন তারা। গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট।সোথেবির অনলাইন তালিকায় ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে নিলাম বিষয়ক তালিকা। বলা হয়েছে, উইডি রিজার্ভে রয়েছে পৃথিবীতে থাকা সবচেয়ে অক্ষত প্রবাল ‘অ্যাটল’ ইকেইসস্টেম। এ ছাড়াও এই দ্বীপপুঞ্জ শত শত বিপন্ন এবং বিরল প্রাণীর আবাসস্থল। যার মধ্যে উল্লেখযোগ্য নীল তিমি, হাঙর এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, মাছ, পাখি, পোকামাকড় এবং টিকটিকিসহ ৬০০ নথিভুক্ত প্রজাতি। সূত্র: যুগান্তর

Nagad

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন বোমারু বিমান বি-২১

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আজ শুক্রবার একটি নতুন স্টিলথ বোমারু বিমান উড়াচ্ছে। বি-২১ রেইডার বিমানটি হবে মার্কিন বিমান বাহিনীর প্রধান শক্তি। আর পুরনো বি-১ ল্যান্সার ও বি-২ স্পিরিট বাতিলের খাতায় চলে যাবে।
বলা হচ্ছে, পরবর্তী-প্রজন্মের স্টিলথি দূরপাল্লার কৌশলগত এই বোমারু বিমান নির্মাণ করার জন্য ২০১০ সালে ২৫.১ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছিল। এ বিমানের নির্মাতা নর্থরোপ গ্রুম্যান এফ-৩৫ ও বি-২ বোমারু বিমানের ঘাটতিগুলো দূর করে এটি তৈরী করেছে।এই বিমানেরএকটি বড় বৈশিষ্ট্য হলো এর খরচ কম। তবে এটাই এর একমাত্র বড় গুণ নয়। এটি অত্যন্ত ক্ষিপ্রগতি হওয়ার পাশাপাশি সম্ভাব্য শত্রু বা এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সেখানে হামলা চালাতে পারে। এটি তথ্য সংগ্রহ করার পাশাপাশি তথ্য সরবরাহও করতে পারে। অর্থাৎ এর প্রধান সম্পদ হবে এর ‘মস্তিষ্ক।’ এ বিমানের প্রধান মিশন হবে দূরপাল্লার আক্রমণ। এই বিমান আরোহী নিয়ে বা আরোহী ছাড়াই উড়তে পারে। সর্বশেষ ধরনের ক্ষেপণাস্ত্র বহন ও তা দিয়ে আক্রমণ হানতে সক্ষম। সূত্র: সমকাল

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ শক্তিশালী নয়: ফিনিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউরোপ ‘যথেষ্ট শক্তিশালী নয়’ এবং তাকে মার্কিন সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অপেক্ষমাণ তালিকায় রয়েছে ফিনল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সিডনির লোই ইনস্টিটিউট থিংক ট্যাংকের বক্তৃতাকালে ফিনিশ নেতা বলেন, ‘ইউরোপের প্রতিরক্ষা অবশ্যই জোরদার করতে হবে’।তিনি বলেন, ‘আমি নির্মমভাবে আপনাদের সত্য বলতে চাই। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়ব’।গত মাসে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের একটি গবেষণা ব্রিফিংয়ে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকনোমি বলছে, দ্বিতীয় বৃহত্তম দাতা হলো ইউরোপীয় ইউনিয়ন, এরপর যুক্তরাজ্য। কিন্তু তাদের অবদান যুক্তরাষ্ট্রের চেয়ে ক্ষুদ্র। সূত্র: বণিক বার্তা।

লবণ যেন সাদা সোনা

রান্নার অপরিহার্য উপাদান লবণ। কিন্তু সেই লবণেরও রকমফের আছে। বিশ্বসেরা রাঁধুনিরা স্পেনের মায়োর্কা দ্বীপের এক ধরনের বিশেষ লবণের প্রশংসা করেন। কারণ সেই লবণ দিলে খাবারের স্বাদ নাকি বহুগুণে বেড়ে যায়। দক্ষ শ্রমিকরা মায়োর্কা দ্বীপের নির্দিষ্ট একটি জায়গা থেকে হাতে করে সেই লবণ তুলে আনেন। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, মায়োর্কা দ্বীপের দক্ষিণ-পূর্ব অংশ থেকে সংগৃহীত ওই লবণ সাদা সোনা হিসেবে পরিচিত। কোনো যন্ত্রের সাহায্যে নয়, হাতে করে সেই লবণ তুলতে হয়।স্থানীয় লবণ সংগ্রহকারী ইয়োনাতান মায়েস্ত্রো মার্তিনেস জানান, তিনি মায়োর্কার লবণক্ষেত্রে কাজ করেন। এই কাজ তার খুব পছন্দের। প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত কাজটা পরিবেশবান্ধবও বটে। লবণ সংগ্রহের এই রীতি কয়েক শতাব্দী ধরে চলে আসছে।মায়োর্কায় লবণ সংগ্রহের ঐতিহ্য অনেক পুরোনো। সামুদ্রিক লবণের ওপরের স্তরকে ‘সল্ট ফ্লেক’ বলা হয়। লবণক্ষেত্রের পানির ওপরের স্তর সূক্ষ্ম স্ফটিকের রূপ নেয়। ফুলের পাপড়ির মতো সেই ‘ফ্লর দে সাল’ অতি সাবধানে জালের মাধ্যমে আলাদা করা হয়। লবণ সংগ্রহকারী দানিয়েল আগুয়েরো এই লবণের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, ‘ফ্লর দে সাল’ বা লবণ-ফুল সত্যিই অভিনব। কারণ এখানকার পানি অত্যন্ত নির্মল। তাই লবণটাও অত্যন্ত বিশুদ্ধ। সূত্র: দৈনিক বাংলা।

পদ্মভূষণ পদক পেলেন গুগলের সিইও সুন্দর পিচাই

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে ভূষিত হয়েছেন টেক জায়ান্ট গুগল ও এর মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুন্দর পিচাই তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন। চলতি বছরের শুরুর দিকে এই পদকজয়ী সুন্দর পিচাইসহ ১৭ জনের নাম ঘোষণা করে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বাণিজ্য ও শিল্প বিভাগে সুন্দর পিচাইকে এই পদক দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে তাঁর পরিবারের সদস্যর সামনে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এই পদক তুলে দেন। সূত্র: আজকের পত্রিকা।

৬ মাসের মধ্যেই মানব মস্তিষ্কে চিপ বসাবে ইলনের নিউরালিংক!

কল্পবিজ্ঞানের সাইবর্গ হয়তো এবার আসলেই বাস্তব রূপ পেতে যাচ্ছে। আর মাত্র ৬ মাসের মধ্যে মানব মস্তিষ্কে চিপ ‘ইমপ্ল্যান্ট’ করার পরিকল্পনা করছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক।মানুষের মাথায় একটি কয়েন আকৃতির কম্পিউটিং ডিভাইস বসাবে বলে জানিয়েছে ইলন মাস্কের নিউরালিংক কর্পোরেশন।বুধবার সন্ধ্যায় কোম্পানিটি তাদের সদর দপ্তরে এক অনুষ্ঠানে ঘোষণা করে, মাত্র ৬ মাসের মধ্যেই চিপ সংস্থাপন বাস্তবায়িত হতে চলেছে।মানুষের মাথার খুলির একটি অংশ খোদাই করে এ চিপ স্থাপন করা হবে। আপাতত এর অনুমোদনের বিষয়ে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আলোচনা চলছে। তার মধ্যেই কোম্পানি জানালো, আগামী ছয় মাসের মধ্যেই তারা প্রথমবার কোনো মানুষের উপর পরীক্ষা চালাতে প্রস্তুত।তবে শুধু মস্তিষ্কই নয়। নিউরালিংক শরীরের অন্যান্য অংশেও ইমপ্লান্ট করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইভেন্ট চলাকালীন ইলন মাস্ক নিজেই এই মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস ছাড়াও দু’টি প্রোডাক্টের উপর কাজ হচ্ছে বলে জানান। বর্তমানে সংস্থা এমন একটি ইমপ্লান্ট তৈরি করছে, যা কিনা মেরুদণ্ডে বসানো হতে পারে। এ চিপ প্যারালাইসিসে ভুগছেন এমন ব্যক্তির স্নায়ুর গতিবিধি পুনরুদ্ধার করতে পারবে বলে দাবি করেছেন ইলন মাস্ক। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউরোপজুড়ে ইউক্রেইনের দূতাবাসে ‘রক্ত ভেজা’ উড়ো পার্সেল

স্পেনে ইউক্রেইনের রাষ্ট্রদূতসহ অন্যান্য উচ্চ-পদস্থ ব্যক্তিদের নিশানা করে একাধিক চিঠি বোমা পাওয়ার ঘটনার পর এবার ইউরোপজুড়ে আরও বেশ কয়েকটি দেশের ইউক্রেইন দূতাবাস ও কনস্যুলেটে ‘রক্ত-ভেজা’ পার্সেল পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয়।এসব পার্সেলে প্রাণীর চোখ আছে, বলছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানিয়েছেন, পার্সেলগুলো পাওয়া গেছে- হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, স্পেনের ইউক্রেইন দূতাবাস ও কনস্যুলেটে। চেক প্রজাতন্ত্রের পুলিশও এমন পার্সেল পাওয়ার কথা জানিয়েছে। তবে কে বা কারা এ সমস্ত পার্সেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। নিকোলেঙ্কো ফেইসবুকে এক বিবৃতিতে লিখেছেন, “আমরা এই বার্তার মানে কি তা খতিয়ে দেখছি।” তিনি জানান, সংশ্লিষ্ট সব ইউক্রেইন দূতাবাস এবং কনস্যুলেটকে উচ্চ-সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। সূত্র: বিডি নিউজ