অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে মেসির আর্জেন্টিনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির দারুণ এক গোলের পর দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ান গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে দলকে আরও এগিয়ে নেন হুলিয়ান আলভারেস।

গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শনিবার (৩ ডিসেম্বর) দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লে আলবিসেলেস্তেরা। এদিন নিজের প্রফেশনাল ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এমন দিনে নিজ দেশের বিদায়ী কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার বিশ্বকাপে ৮ গোলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি। এছাড়া ৫ম বিশ্বকাপ খেলতে এসে প্রথমবারের মতো নকআউট পর্বে গোলের দেখা পেয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এদিকে এই জয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে এ নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা। যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো। এবারও এমন কেউ ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলেন কি না, সেটিই দেখার বিষয়। আগামী ৯ ডিসেম্বর রাতে মুখোমুখি হবে তারা।