নীতিপুলিশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইরান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

ছবি- সংগৃহীত

আন্দোলনের মুখে নীতিপুলিশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইরান। শনিবার (০৩ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি।

রোববার (০৪ ডিসেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো ইরানের অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে নীতিপুলিশের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের খবর দেয়৷

সংবাদ সংস্থা আইএসএনএ তাকে উদ্ধৃত করে লিখেছে, “বিচার বিভাগের সাথে নীতিপুলিশের কোনো সম্পর্ক নেই৷”

তবে বাহিনীটি ভিন্ন কোনো নামে বা ভিন্ন কাঠামোতে পুনঃপ্রতিষ্ঠা করা হবে কি-না, তা এখনও স্পষ্ট নয়৷ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নৈতিকতা সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ অন্য আইনি প্রক্রিয়াগুলো আগের মতোই বহাল থাকবে৷

নীতিপুলিশের কার্যক্রম বন্ধের কথা বললে মন্তাজেরি বলেন, “বিচার ব্যবস্থা অবশ্যই আচরণগত বিষয়গুলোর পর্যবেক্ষণ অব্যাহত রাখবে৷”

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রতিবাদের ঝড় ওঠে৷ হিজাবে চুল ঠিকমতো ঢাকা হয়নি এমন অভিযোগে দেশটির নীতিপুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷

Nagad

এ নিয়ে দেশ ও দেশের বাইরে আন্দোলনে চাপের মুখে পড়ে তেহরান৷ এই আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তাবাহিনী হাতে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ তবে শনিবার ইরানের নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা প্রথমবারের মতো ২০০ জনের প্রাণহানির কথা স্বীকার করেছে৷

সারাদিন/০৫ ডিসেম্বর/এমবি