লেডি গাগার কুকুরকে হত্যার দায়ে ২১ বছরের জেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

ছবি- সংগৃহীত

মার্কিন গায়িকা লেডি গাগার কুকুরকে অপহরণ ও গুলি করে হত্যা মামলায় জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত। ওই মামলায় অপরাধীকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের একটি আদালত সোমবার শোনানি শেষে এই রায় ঘোষণা করেন।

বিবিসি জনায়, ২০২১ সালে লেডি গাগার কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশার গাগার চারটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটছিলেন। তখন জ্যাকসন ও তার সহযোগীরা কুকুর চুরি করতে আক্রমণ করে এবং একপর্যায়ে রায়ানের বুকে গুলি করে। গুলিতে একটি কুকুর মারা যায় এবং রায়ান আহত হন। একটি কুকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বাকি দুইটি কুকুরকে নিয়ে যায় তারা।

তবে অপরাধী নিজের আত্মপক্ষ সমর্থনে কোনো আবেদন করেননি বলে জানা গেছে। কুকুর চুরির ঘটনায় কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশারকে হত্যাচেষ্টার জন্য তাকে এই সাজার রায় শোনানো হয়।

অপরাধী জ্যাকসনকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত। জ্যাকসন ছাড়া বাকি যে দুইজন ঘটনায় জড়িত ছিলেন তারা আগেই হাজতবাস করছিলেন।

Nagad

সারাদিন/০৭ ডিসেম্বর/এমবি