আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

দ্বিপক্ষীয় সহযোগিতায় জাপানকে শীর্ষে রেখে বিদায় নিচ্ছেন রাষ্ট্রদূত ইতো নাওকি

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ছাড়ছেন। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর জাপানে ফিরে যাচ্ছেন তিনি। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল তিনি বিদায়ী সাক্ষাৎ করেছেন।ইতো নাওকি বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হয়ে আসেন ২০১৯ সালের অক্টোবরে। সে সময়ে বেশ অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছিল দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। তার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই গোটা বিশ্বে কভিড মহামারীর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হয় জাপান ও বাংলাদেশের অর্থনীতিও। কভিডের প্রাদুর্ভাবজনিত এ দুর্যোগের মধ্যেও শ্লথ হয়নি দুই দেশের সহযোগিতার গতি। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রেখেছে দেশটি। বাংলাদেশসহ এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের উদ্যোগে বাংলাদেশকে কেন্দ্র করে ‘দ্য বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি কর্মসূচি হাতে নিয়েছিল জাপান। বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসার পর উদ্যোগটিকে পূর্ণ গতিতে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বর্তায় ইতো নাওকির কাঁধে। সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। বিদায়বেলায়ও জাপানকে সে অবস্থানে রেখেই বাংলাদেশ ছাড়ছেন তিনি। বিদায়ের আগে শেষ মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কিছু বক্তব্য নানাভাবে অস্বস্তি তৈরি করলেও জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র; বণিক বার্তা।

তৃতীয় দিনেই কেন্দ্রীয় ব্যাংকের ৫৯০ কোটি টাকা ফেরত দিলো ইসলামী ব্যাংকগুলো
টানা দুইদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নিলেও তৃতীয় দিনে এসে নতুন করে লিকুইডিটি সাপোর্ট নেওয়ার বদলে ৫৯০ কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ধারার ব্যাংকগুলো। বৃহস্পতিবার ব্যাংকগুলোর নিট ধার নেমে এসেছে ৪৬৫৭ কোটি টাকায়।মঙ্গলবার ও বুধবার দুইদিনে ৫টি ইসলামী ব্যাংক ৫২৪৭ কোটি টাকা ধার নিয়েছিল। তবে ব্যাংকগুলোতে এখনো লিকুইডিটি স্ট্রেস রয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া ইসলামী ধারার অনেক ব্যাংক থেকেই গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ায় ব্যাংকগুলোর ডিপোজিট আগের তুলনায় কমছে বলে জানিয়েছেন কয়েকটি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংক থেকে লিকুইডিটি ফ্যাসিলিটি নেওয়া ইসলামী ধারার একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান টিবিএসকে বলেন, “গত কয়েকদিনে আমাদের কাছে থাকা কিছু কর্পোরেট ডিপোজিটের টাকা তোলা হয়েছে। তাই সামগ্রিকভাবে ডিপোজিট আগের তুলনায় কমেছে।” সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড ।

আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী
তারেককে দেশে এনে সাজা কার্যকর করব
► আর বসে বসে মার খাওয়ার সময় নেই
► পোড়ার যন্ত্রণাটা তাদের বুঝিয়ে দিতে হবে
► প্রতিটি এলাকায় নেতাকর্মীদের মাঠে থাকতে হবে
► অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বসে বসে মার খাওয়া যাবে না। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের এক যৌথ সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র অংশ নেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।চার মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুচলেকা দিয়ে গিয়েছিল সাজাপ্রাপ্ত আসামি। আমি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করব, তারেক জিয়াকে বাংলাদেশে ধরে এনে সাজা বাস্তবায়ন করব। আমেরিকা… তারা খুনি পালতেছে একটা, আবার কানাডা পালে আরেকটা, পাকিস্তানে আছে দুইটা। সবার কাছে বলব—এই খুনিদের ফেরত পাঠাতে হবে। আর ব্রিটিশ সরকারকে বলব, তারেক জিয়াকে দেশে ফেরত পাঠাতে। কারণ সে সাজাপ্রাপ্ত আসামি। তারা (বহির্বিশ্ব) মানবতার কথা বলে, দুর্নীতির কথা বলে, আবার সেই খুনিকে, দুর্নীতিবাজকে তাদের দেশে আশ্রয় দেয়। কাজেই তাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করতে হবে। এই দেশে নিয়ে এসে সাজা আমি বাস্তবায়ন করব। ’ সূত্র: কালের কণ্ঠ

ঢাকার প্রবেশপথে তল্লাশি, চেক করা হচ্ছে মোবাইল ফোনও
ঢাকায় ঢোকার মুখে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, সিলেটসহ দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে ঢাকায় ঢোকার প্রবেশদ্বার যাত্রাবাড়ীতে শুক্রবার সকাল থেকে এ তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
যাত্রীরা বলছেন, ঢাকায় আসা বাসগুলোর যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি তাদের মোবাইল ফোনও চেক করা হচ্ছে।আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। দলটি সমাবেশ করার অনুমতি পেলেও এখনো সমাবেশস্থল চূড়ান্ত হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও শতাধিক আহত হন। সূত্র; দৈনিক বাংলা।

Nagad

ফখরুল-আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: ডিবি প্রধান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন। ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। হারুন অর রশীদ আরও বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতি নিয়ে তাঁদের (ফখরুল-আব্বাস) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করেছে বলে দলের একজন নেতা জানান। সূত্র: প্রথম আলো

৫ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন।
হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী পদক তুলে দেন।পদক প্রাপ্তরা হলেন- রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম এডভোকেট, ফরিদা ইয়াসমীন, ড. আফরোজা পারভিন এবং নাসিমা বেগম। তাদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, চার লাখ টাকার চেক এবং সনদপত্র প্রদান করা হয়।নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক বিজয়ী হলেন সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), নড়াইল জেলার ড. আফরোজা পারভীন সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম এবং নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার রহিমা খাতুন এই পদক লাভ করেন। সূত্র: সমকাল

গাজীপুরে দূরাপাল্লার বাস কম, চেকপোস্টে তল্লাশি ‘তথ্য পেলে’

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল কমে গেছে; যাত্রীও তুলনামূলক কম। ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় এ অবস্থা বিরাজ করছে বলে ধারণা পরিবহন চালক ও যাত্রীদের।গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের সার্জন মো. মসিউর রহমান জানান, সরকারি ছুটির দুদিনও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি আর যাত্রীর চাপ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। সেখানে সকাল থেকে এ সড়কে দূরপাল্লার বাস চলাচল কম থাকায় অলস সময় কাটাচ্ছেন।ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুরের মাওনা, জৈনা বাজার এবং চান্দনা-চৌরাস্তা মোড় ও ভোগড়া বাইপাস এলাকায় শুক্রবার সকাল থেকে হাতে গোনা কয়েকটি দূরপাল্লার বাস চলতে দেখা গেছে। লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করলেও যাত্রী ছিলো খুবই ‘কম’। সূত্র; বিডি নিউজ

ঢাকার সমাবেশের স্থান চূড়ান্ত আজ
আলোচনায় বাঙলা কলেজ কমলাপুর স্টেডিয়াম
রাতেই বিএনপির প্রতিনিধি দলের দুটি স্থান পরিদর্শন * পুলিশের সঙ্গে বৈঠকে সমঝোতার আভাস

অবশেষে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থানের সুরাহা হচ্ছে। নয়াপল্টনের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। বিএনপি ও পুলিশের পক্ষ থেকে বিকল্প স্থান হিসাবে কমলাপুর স্টেডিয়াম অথবা বাঙলা কলেজ মাঠ প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে আলোচনা শেষে এ দুটি মাঠের একটিতে সমাবেশ করার ব্যাপারে একমত হয়েছে বিএনপি। রাতেই দুটি মাঠ পরিদর্শন করেছেন দলটির নেতারা। শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে কোন মাঠে সমাবেশ করতে চায় তা আজ পুলিশকে জানাবে। দুই পক্ষের আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হতে পারে সমাবেশস্থল। এদিকে গণসমাবেশের অনুমতি, নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতারসহ সার্বিক বিষয়ে অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এ বৈঠক হয়। সন্ধ্যা ৭টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠকে করেন তারা। দুই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে সেখান থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, নয়াপল্টনের বিকল্প হিসাবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম ও বাঙলা কলেজ মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া আরামবাগ ও সেন্ট্রাল রোডসহ কয়েকটি জায়গার প্রস্তাবও দেওয়া হয়েছিল। সেগুলো তারা আমলে নেয়নি। তিনি আরও বলেন, নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ হচ্ছে না। তেমনিভাবে সোহরাওয়ার্দী উদ্যানেও আমরা যাব না। সূত্র: যুগান্তর ।

আগামীকাল কী হবে
নয়াপল্টনে নয়, কমলাপুর স্টেডিয়াম অথবা বাঙলা কলেজ মাঠে সমাবেশ । ঢাকায় প্রবেশে পথে পথে পুলিশ-র‌্যাবের তল্লাশি, বিভিন্ন স্থানে গ্রেফতার । নগরজুড়ে কড়া নিরাপত্তা, যানবাহন কম, নয়াপল্টনে পুলিশ বেষ্টনী

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। দলটি নতুন করে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মিরপুর কালশীতে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। গত রাতে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি চায়। পুলিশের পক্ষ থেকে তাদের কালশী মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। বিএনপি নেতারা কালশীতে যেতে রাজি না হলেও বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার ব্যাপারে সম্মতি দেন। বৈঠক শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কমলাপুর অথবা বাঙলা কলেজে সমাবেশ করতে দুই পক্ষই একমত হয়েছে। ১০ তারিখ সমাবেশের জন্য সহায়তা করা হবে। আটক নেতা-কর্মীদের ব্যাপারে তিনি বলেন, আইনি ব্যাপারে যা হওয়ার তা-ই হবে। বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে থাকা নেতারা জানান, কমলাপুর স্টেডিয়াম ও বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত রাতেই বিএনপি নেতারা মাঠ পরিদর্শনে যান। আজ তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্র; বিডি প্রতিদিন।

উন্নত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাগরণের মধ্যেই আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। নারী জাগরণের মধ্য দিয়েই ১৯৪১ সাল নাগাদ সেই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ডেল্টা প্ল্যান ও যাকে ভিত্তি করে প্রজন্মের পর প্রজন্ম যেন এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে।শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।তিনি বলেন, তার সরকার সারাদেশে ডিজিটাল সেন্টার ও ফ্রি ল্যান্সারদের স্বীকৃতি দিয়েছে এবং ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রজেক্টের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে। যেখানে উদ্যোক্তা একজন নারী এবং একজন পুরুষ। সেখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দেশের নারী সমাজ। আর এর মাধ্যমে স্বল্প শিক্ষিত একজন নারীও ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে। সূত্র; দেশ রুপান্তর